low pressure in Bay of Bengal
কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ভোরের দিকেই এই নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও, নিম্নচাপের জেরে বিপুল জলীয় বাষ্প ও ঘন মেঘ দক্ষিণবঙ্গ হয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে। তার ফলেই আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির প্রবণতা বাড়বে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ
মঙ্গলবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা। কোথাও হাল্কা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎসহ মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এই ধারা অব্যাহত থাকবে। এর পাশাপাশি সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ফলে সপ্তাহান্তে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।
কোথায়, কবে বৃষ্টি হবে low pressure in Bay of Bengal
আবহাওয়া দফতর জেলা-ওয়ারি যে পূর্বাভাস দিয়েছে-
মঙ্গলবার: উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। একই দিনে দক্ষিণবঙ্গের ১৫ জেলার প্রায় প্রতিটিতেই বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার: কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।
শুক্রবার: মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি।
শনিবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস।
উত্তরবঙ্গেও বজ্র-ঝড় ও বৃষ্টি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো। বুধবার জলপাইগুড়ি, বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণ চলবে। এরই মধ্যে এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়াবিদদের সতর্কবার্তা
আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, বঙ্গবাসীর এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি অন্তত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এর পরেও দ্বিতীয় নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহান্তে ফের বৃষ্টির প্রকোপ বাড়বে। ফলে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ— দুই জেলাতেই ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
West Bengal: A new low-pressure area is forming over the Bay of Bengal, bringing increased rainfall to West Bengal. Discover the detailed weather forecast for Kolkata and South Bengal, including predictions for heavy rain, thunderstorms, and the possibility of a new cyclonic circulation this week.