বেঙ্গালুরু শিবিরে কবে থেকে যোগ দিচ্ছেন লিস্টন-অপুইরা? বড় সিদ্ধান্ত নিল বাগান শিবির

ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) নতুন কোচ খালিদ জামিলের (Khalid Jamil) জন্য শুরুটাই যেন অনিশ্চয়তায় মোড়া। কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) আগে…

Mohun Bagan SG & East Bengal refuse release players to Indian Football Team for Bengaluru Camp of CAFA Nations Cup 2025

ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) নতুন কোচ খালিদ জামিলের (Khalid Jamil) জন্য শুরুটাই যেন অনিশ্চয়তায় মোড়া। কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) আগে জাতীয় দলের শিবিরে ডাকা হলেও, দেশসেরা দুই ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল (East Bengal) তাঁদের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়তে নারাজ। ফলে প্রশ্ন উঠছে, জাতীয় স্বার্থে ক্লাবের এমন অবস্থান কতটা যুক্তিযুক্ত?

ডার্বি হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পরপরই নতুন করে পরিকল্পনায় নেমেছে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। সামনে ১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ গুরুত্বপূর্ণ ম্যাচ আহাল এফসির বিরুদ্ধে। সেই ম্যাচের আগে দলের তারকা ফুটবলারদের জাতীয় শিবিরে পাঠিয়ে ঝুঁকি নিতে নারাজ তারা।

   

মোহনবাগানের দাবি, ফিফা উইন্ডোর বাইরে ক্লাবের ওপর জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়ার কোনও বাধ্যবাধকতা নেই। তাই এবারে অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, দীপক টাংরি ও বিশাল কাইথ-সহ মোট সাত সিনিয়র ফুটবলারকে ছাড়তে অস্বীকার করেছে সবুজ-মেরুন শিবির। পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলের জন্যও দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী ও প্রিয়াংশ সিংকে ছাড়ছে না তারা।

অন্যদিকে, ডার্বি জিতে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে ইতিমধ্যেই আত্মবিশ্বাসে টগবগ করছে ইস্টবেঙ্গল। ২৩ আগস্ট ফাইনাল, ফলে এখনই জাতীয় শিবিরে ফুটবলার ছাড়তে নারাজ লাল-হলুদের শিবির। আনোয়ার আলি, নাওরেম মহেশ সিং ও জিকসন সিং, এই তিন ফুটবলারকে জাতীয় শিবিরে ডাকা হলেও, তাঁদের রাখছে ক্লাব। ক্লাব সূত্রে জানানো হয়েছে, ডুরান্ড কাপ শেষ হলে তারপর তারা জাতীয় শিবিরে যোগ দিতে পারে।

Advertisements

১৫ আগস্ট থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি শিবির। প্রথম দিন ২২ জন ফুটবলার যোগ দিলেও পরবর্তী সময়ে আরও খেলোয়াড় আসার কথা ছিল। কিন্তু মোহনবাগান ও ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্তের ফলে শিবিরে খেলোয়াড় ঘাটতি দেখা দিতে পারে। যদিও কাফা নেশনস কাপ শুরু হবে ২৯ আগস্ট, ভারতের প্রথম ম্যাচ তাজিকিস্তানের বিরুদ্ধে। সেখানে যাওয়ার আগে পূর্ণ দল না পেলে প্রস্তুতি যেমন ব্যাহত হবে, তেমনি কোচিং স্টাফের পরিকল্পনাও মার খাবে। খালিদের জন্য এই পরিস্থিতি বড় চ্যালেঞ্জ।

Mohun Bagan SG & East Bengal refuse release players to Indian Football Team for Bengaluru Camp of CAFA Nations Cup 2025