BJP MLA: হাজিরা এড়ালেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা (BJP MLA Ashok Dinda)। সোমবার নিউ মার্কেট থানায় তলব করা হয়েছিল তাঁকে বলে দাবি কলকাতা পুলিশের। এদিন দুপুর গড়াতেই স্পষ্ট হয় যে তিনি হাজিরা দেবেন না। এই মর্মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সাংবাদিক বৈঠক থেকে ক্ষোভ উগড়ে দেন। তিনি অভিযোগ করেন যে এই ঘটনায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করছে কলকাতা পুলিশ।
নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশের বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তৃতা করেন বলে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে অভিযোগ। ওই দিন কলকাতা পুলিশের কর্মীরা আহত হলে দিন্দার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। ওই মামলার শুনানিতে কোর্ট জানায় ডিন্ডাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।। এরপর আদালত আগাম জামিনও মঞ্জুর করে। সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেয় আদালত।
নবান্ন অভিযানের সময় কর্মীদের উদ্দেশে প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে অশোক দিন্দার বিরুদ্ধে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয় বলে অভিযোগ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অশোক দিন্দা বলেন যে শুধুমাত্র দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর জন্য বক্তৃতা দিয়েছিলেন তিনি। তিনি বলেন যে আইনভঙ্গ বা উস্কানির উদ্দেশ্যে বলেন নি।
তবে শুধু কলকাতা হাইকোর্ট নয়, সোমবার ব্যাঙ্কশাল আদালত থেকেও জামিন পেয়েছেন তিনি। অশোক দিন্দার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পার্ক স্ট্রিটে যা ঘটেছে, তা আপনারা দেখেছেন। কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপে আমাদের অনেক বিধায়ক স্বস্তি পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক ভুয়ো মামলা হয়েছে।”