আইসিকে গালিগালাজ কাণ্ডে আদালতে আত্মসমর্পণ অনুব্রতর!

বোলপুর: বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ মামলায় সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সকালেই তার আইনজীবীরা আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন।…

anubrata mondal surrenders in court

বোলপুর: বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ মামলায় সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সকালেই তার আইনজীবীরা আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। দুপুর দুইটার পর শুরু হয় মামলার শুনানি।

বোলপুর থানার আইসিকে অকথ্য গালিগালাজ

মামলা সূত্রে জানা গিয়েছে, গত ২৯ মে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। তাতে নিজের পরিচয় দিয়ে অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। এতে শুধু আইসিরই নয়, তাঁর মা এবং স্ত্রী সম্পর্কেও অশালীন মন্তব্য করেছিলেন তিনি। এই অডিয়ো ক্লিপ রাজ্যজুড়ে তীব্র নিন্দার ঝড় তোলে এবং বিরোধীরা তাঁকে গ্রেফতারের দাবি জানায়।

   

চাপের মুখে ১ জুন বোলপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। মামলার তদন্তকারী অফিসার হিসেবে হাজিরা দিতে হয়েছিল তাঁকে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের কাছে। একই সঙ্গে দলের নির্দেশে ক্ষমা চাওয়াও বাধ্যতামূলক ছিল।

বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক পদ পেয়েছেন অনুব্রত anubrata mondal surrenders in court

মামলার জটিলতার মধ্যেও সদ্য বীরভূম জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক পদও পেয়েছেন অনুব্রত। তবে পুলিশের কাছে গালিগালাজ কাণ্ডের মামলায় জামিন না নেওয়া নিয়ে প্রশ্নও উঠেছে।

Advertisements

বোলপুর থানার আইসিকে গালিগালাজসহ বিভিন্ন অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২২৪ (সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি), ১৩২ (সরকারি কর্মচারীকে হেনস্থা), ৭৫ (শ্লীলতাহানি ও হেনস্থা) ও ৩৫১ (হুমকি) ধারায় মামলা রুজু হয়। পাশাপাশি, পুলিশের তদন্ত শুরু হয় কীভাবে ওই অডিও ক্লিপ বাইরে ফাঁস হলো। বোলপুর থানার আইসির দুটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়।

এদিন অনুব্রত মণ্ডল আদালতে উপস্থিত হয়ে নিজেকে আত্মসমর্পণ করেছেন এবং আগাম জামিনের আবেদন করেছেন। আদালতে মামলার শুনানি শেষে পরিস্থিতি কেমন দাঁড়ায়, তা সব দৃষ্টির অপেক্ষায়।

West Bengal: TMC leader Anubrata Mondal surrenders at Bolpur court in the verbal abuse case against the Bolpur Police IC. The case stems from a viral audio clip on May 29 where he allegedly used abusive language, prompting state-wide condemnation and a police complaint.