ডার্বি জয়ের উচ্ছ্বাস এখনও মুছে যায়নি লাল-হলুদ সমর্থকদের চোখেমুখে। ঠিক সেই মুহূর্তে হাজির ডুরান্ড কাপের (Durand Cup 2025) সেমিফাইনালের (Semifinal) আর এক মহারণ। ২০ আগস্ট ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার, আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট (Ticket) বিক্রি। টিকিট কেটে প্রিয় দলকে গলা ফাটিয়ে উৎসাহ দিতে প্রস্তুত লাল-হলুদের জনজোয়ার।
সেমিফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে। মূলত BookMyShow প্ল্যাটফর্মে অনলাইন টিকিট কাটতে পারবেন সমর্থকরা। অফলাইনে ইস্টবেঙ্গল ক্লাবের টিকিট কাউন্টার থেকেও টিকিট পাওয়া যাচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত।
টিকিটের দাম শুরু ১৫০ টাকা থেকে। পাশাপাশি রয়েছে ২০০, ২৫০ ও ৩০০ টাকার টিকিটও। একজন সমর্থক সর্বাধিক চারটি টিকিট কাটতে পারবেন, এমনটাই জানিয়েছে আয়োজক সংস্থা। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে গ্যালারিতে জায়গা পাওয়া সহজ হবে না, তাই আগে ভাগে টিকিট কাটা বুদ্ধিমানের কাজ।
View this post on Instagram
কোন র্যাম্পে বসবেন কোন দলের সমর্থক?
যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে র্যাম্পভিত্তিক বসার ব্যবস্থা করা হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা বসতে পারবেন র্যাম্প ১৭ থেকে ৩০ পর্যন্ত। ডায়মন্ড হারবার এফসি-র সমর্থকরা বসবেন র্যাম্প ১ থেকে ১৫ পর্যন্ত। এর ফলে দুই দলের সমর্থকদের জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে গ্যালারিতে উত্তেজনার মধ্যেও বজায় থাকে শৃঙ্খলা।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করেছে ইস্টবেঙ্গল। গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকসের জোড়া গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোর দল। এই জয়ের ফলে দলের মনোবল তুঙ্গে, আর সমর্থকরাও আশাবাদী এবার ট্রফিটাও ঘরে তুলবে তাঁদের প্রিয় দল।
প্রসঙ্গত, গ্রুপ পর্বে একের পর এক ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল লাল-হলুদ। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০, নামধারী এফসিকে ১-০ এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ৬-১ গোলে জয় পেয়েছে তারা। সব মিলিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্কার ব্রুজোর শিষ্যরা।
অন্যদিকে, এবছরই প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। আর প্রথমবারেই চমকে দিয়েছে ফুটবল দুনিয়াকে। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। দুই গোলই করেন সাই রুয়াতকিমা। এই জয় প্রমাণ করে দিয়েছে, নবাগত হলেও তারা মোটেই হালকা প্রতিপক্ষ নয়।
বুধবার যুবভারতী ফের পরিণত হবে এক মহাউৎসবে। একদিকে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল, অন্যদিকে নবাগত কিন্তু আত্মবিশ্বাসী ডায়মন্ড হারবার। দুই দলের মুখোমুখি লড়াই মানেই ৯০ মিনিটের রুদ্ধশ্বাস টানটান উত্তেজনা। মরসুমের প্রথম ডার্বিতে জয় পেয়ে যেমন চাঙ্গা লাল-হলুদ শিবির, তেমনই ইতিহাস গড়ে আত্মবিশ্বাসে টইটম্বুর নরহরি শ্রেষ্ঠার দলও।
Durand Cup 2025 East Bengal vs Diamond Harbour FC Semifinal Ticket price & date with venue information