ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকলেও, এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে জায়গা নাও পেতে পারেন তরুণ টেস্ট অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। দল নির্বাচনের আগে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) মহলে চর্চার কেন্দ্রে উঠে এসেছে এই খবর। সূত্রের খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট শুভমনকে টি-টোয়েন্টি ফরম্যাটে উপযুক্ত মনে করছে না। তাই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে তাঁকে না রাখার সিদ্ধান্তেই সায় দিতে চলেছে বোর্ড (BCCI)।
এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে মঙ্গলবার, ১৯ আগস্ট। তার আগে দল গঠনের নেপথ্যে বেশ কিছু পদক্ষেপ নিতে পারে নির্বাচক কমিটি। সূত্র বলছে, বিসিসিআই নির্বাচকরা এবং কোচ গৌতম গম্ভীর এই মর্মেই পরিকল্পনা করছেন যে, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটিকে ভাঙতে নারাজ তাঁরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাদ পড়ছেন শুভমন গিল?
শুধু গিল নন, একইভাবে প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে যশস্বী জয়সওয়ালকেও। কারণ দলের পরিকল্পনায় অভিষেক ও সঞ্জুর ওপেনিং জুটি এখন বেশ জমাট। ফলে তৃতীয় ওপেনার হিসাবে যশস্বীকে বেঞ্চেই বসে থাকতে হতে পারে। গিলকে স্কোয়াডে রাখা মানে তাঁকে ওপেনিংয়ে নামাতে হবে, আর তার জন্য সঞ্জুকে বসাতে হবে। কিন্তু নির্বাচকরা সঞ্জুকে বাদ দেওয়ার পক্ষপাতী নন। ফলে গিলকে দলে না রাখাই সম্ভবত বেছে নিচ্ছেন তাঁরা।
এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। ইংল্যান্ডের মাটিতে গিল যেমন ফর্মে ছিলেন, তাতে তাঁকে দলে না রাখা অনেকের কাছেই অবিবেচনাপ্রসূত বলে মনে হচ্ছে। বিশেষত যখন ভারতীয় ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব স্পষ্ট, সেখানে গিলের মতো ব্যাটারকে বাদ দেওয়া ঘিরে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরাও।
এদিকে, ব্যাটিং অর্ডারে জায়গা প্রায় নিশ্চিত সূর্যকুমার যাদবের। তিনি ইতিমধ্যেই চোট থেকে সেরে উঠে নেটে অনুশীলন শুরু করেছেন। পাশাপাশি জায়গা পাকা হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের। মিডল অর্ডারে প্রতিযোগিতায় রয়েছেন রিঙ্কু সিং, তিলক বর্মা এবং শ্রেয়স আইয়ার। যদিও বোর্ড সূত্রের খবর, রিঙ্কু-সূর্য-তিলকের স্থায়ী ত্রয়ীকে ভাঙতে নারাজ নির্বাচকরা। ফলে শ্রেয়স আইয়ারের জায়গা পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
উইকেটকিপার হিসাবে সঞ্জু খেললে দ্বিতীয় কিপার হিসেবে জিতেশ শর্মার জায়গা পাওয়া কঠিন। তবে যদি সঞ্জু ওপেন করেন, তাহলে ব্যাক-আপ কিপার হিসেবে জিতেশ স্কোয়াডে থাকবেন বলেই ধরে নেওয়া হচ্ছে।
পেস বোলিং বিভাগে বুমরাহর উপস্থিতি নিশ্চিত হওয়ার পথে। তিনি নিজে জানিয়েছেন, গোটা এশিয়া কাপে খেলতে চান। নির্বাচকদের কাছে তিনি তাঁর ফিটনেস ও প্রস্তুতি সম্পর্কে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন। তাঁর সঙ্গে থাকতে পারেন অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আইপিএলে নজর কাড়া হর্ষিত রানা। ইংল্যান্ড সফরে দারুণ পারফর্ম করলেও মহম্মদ সিরাজকে এই স্কোয়াডে রাখা হবে না বলেই অনুমান।
স্পিন বিভাগে বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলেরর জায়গা প্রায় নিশ্চিত। অলরাউন্ডার হিসাবে হার্দিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছে শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে।
সবমিলিয়ে এশিয়া কাপে ভারতের দল নির্বাচন ঘিরে চমক থাকছেই। কে থাকবেন, আর কে বাদ পড়বেন? সেদিকেই নজর থাকবে আগামী মঙ্গলবার মুম্বইয়ে নির্বাচক বৈঠকের পরে। তবে শুভমন গিলের সম্ভাব্য বাদ পড়া যে এক বড় বিতর্কের জন্ম দিতে চলেছে, তা বলাই বাহুল্য।
Indian Cricket Team star Shubman Gill likely to miss squad from Asia Cup 2025 as per BCCI source