সাগরদিঘিতে জাতীয় সড়কে আগুন, পুড়ে খাক NBSTC বাস

NBSTC bus catches fire কলকাতা: সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) একটি শিলিগুড়িগামী বাস। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার মোড়গ্রাম লাগোয়া…

NBSTC bus catches fire

NBSTC bus catches fire

কলকাতা: সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) একটি শিলিগুড়িগামী বাস। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার মোড়গ্রাম লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে৷ বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ তবে হতাহতের কোনও খবর নেই।

ইঞ্জিনে আগুন

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ রানাঘাট ডিপো থেকে ছাড়ে বাসটি। শিলিগুড়ি অভিমুখে যাওয়ার পথে লোহাল মোড়ে হঠাৎই ইঞ্জিন থেকে আগুন বের হতে শুরু করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে যাত্রীরা ছুটে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে পুরো বাস।

   

বাসকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তবে তাঁদের আসার আগেই পুরো বাস আগুনে ভস্মীভূত হয়ে যায়।

কী থেকে আগুন? NBSTC bus catches fire

রানাঘাট ডিপোর ইনচার্জ সত্যনারায়ণ হালদার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকেই আগুন লাগার কারণ হিসেবে ধরা হচ্ছে। উত্তরবঙ্গ পরিবহণ দপ্তরের মুর্শিদাবাদ ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক বলেন, “ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। শর্ট সার্কিট ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisements

অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সড়কের ওই অংশে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই স্বস্তি যাত্রীদের মধ্যে।

West Bengal: A North Bengal State Transport Corporation (NBSTC) bus was completely gutted by fire on NH-12 near Sagardighi, Murshidabad. All 30 passengers safely evacuated as the engine caught fire. Officials suspect a short circuit caused the blaze, and an investigation is underway.