Realme 15T-তে থাকছে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি, লঞ্চের আগেই ফাঁস দাম

ভারতের স্মার্টফোন বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রিয়েলমি। সংস্থা শীঘ্রই আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Realme 15T। যদিও এর অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও প্রকাশ…

Realme 15T

ভারতের স্মার্টফোন বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রিয়েলমি। সংস্থা শীঘ্রই আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Realme 15T। যদিও এর অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু টিপস্টার @ravi3dfx ইতিমধ্যেই ফোনটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তাঁর মতে, ফোনটি iPhone-এর মতো ক্যামেরা মডিউল ডিজাইনে আসবে এবং ডিসপ্লেতে থাকছে ২২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হবে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স প্রসেসর।

ব্যাটারি ও ক্যামেরা

Realme 15T-এর সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর ব্যাটারি ও ক্যামেরা সেকশন। ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হচ্ছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, আর সেলফির জন্য থাকছে সমান ক্ষমতার ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এত উচ্চক্ষমতার সেলফি ক্যামেরা এই দামের ফোনে সত্যিই বিরল। অন্যদিকে, পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৭০০০mAh ব্যাটারি। যদিও এখনও জানা যায়নি এটি কত ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির থিকনেস হবে মাত্র ৭.৭৯ মিমি, যা এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও একে বেশ স্লিম লুক দেবে।

   

Samsung Galaxy S25 Ultra-র বিক্রিতে রেকর্ড, পিছনে পড়ে রইল ভিভো-ওপ্পো-শাওমি

Realme 15T-র সম্ভাব্য দাম

টিপস্টারের দাবি অনুযায়ী, রিয়েলমি 15T-এর ভারতীয় বাজারে দাম হতে পারে প্রায় ২০,০০০ টাকা। এই দামের মধ্যে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৭০০০mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসরের মতো ফিচার সত্যিই ব্যবহারকারীদের আকর্ষণ করবে।

Advertisements

Realme 14T-এর থেকে কতটা আলাদা

উল্লেখ্য, রিয়েলমি এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে বাজারে এনেছিল রিয়েলমি 14T। সেই মডেলে ছিল ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে দেওয়া হয়েছিল ডাইমেনসিটি 6300 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে ছিল ৬০০০mAh সেল, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করত।

প্রসঙ্গত, সবদিক বিচার করলে বোঝা যাচ্ছে যে, Realme 15T তার পূর্বসূরির তুলনায় ব্যাটারি ক্ষমতা, সেলফি ক্যামেরা ও প্রসেসর পারফরম্যান্সে অনেকটাই উন্নত হতে চলেছে। যদি ফাঁস হওয়া তথ্য সত্যি হয়, তবে বলা যায়, ২০ হাজার টাকার প্রাইস সেগমেন্টে ফোনটি বাজারে এক নতুন প্রতিযোগিতা তৈরি করবে এবং যুবসমাজের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠবে।