Samsung Galaxy S25 Ultra-র বিক্রিতে রেকর্ড, পিছনে পড়ে রইল ভিভো-ওপ্পো-শাওমি

ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে একের পর এক রেকর্ড গড়ে চলেছে স্যামসাং। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল Samsung Galaxy S25 Ultra বাজারে ব্যাপক সাড়া…

Samsung Galaxy S25 Ultra

ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে একের পর এক রেকর্ড গড়ে চলেছে স্যামসাং। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল Samsung Galaxy S25 Ultra বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। এতটাই যে, বিক্রির নিরিখে শাওমি, ভিভো এবং ওপ্পোর মতো বড় বড় প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়েছে এই ডিভাইস।

টেক টিপস্টার আইস ইউনিভার্সের দাবি, ২০২৫ সালের জুন মাসের শেষ নাগাদ গ্যালাক্সি S25 আল্ট্রার বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৮৩.৯ লক্ষ ইউনিটে। অন্যদিকে, শাওমি ১৫ আল্ট্রার বিক্রি হয়েছে ৫.৮৬ লক্ষ ইউনিট, ভিভো X200 আল্ট্রার বিক্রি ২.১৯ লক্ষ এবং ওপ্পো ফাইন্ড X আল্ট্রার বিক্রি হয়েছে মাত্র ২.১০ লক্ষ ইউনিট। যদিও এই তথ্য এখনও অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি, তবে প্রযুক্তি মহলে এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

   

Samsung Galaxy S25 Ultra: ফিচার ও স্পেসিফিকেশন

Samsung Galaxy S25 Ultra মূলত তার উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ফিচারের জন্য জনপ্রিয় হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের পিক ব্রাইটনেস লেভেল ২৬০০ নিটস পর্যন্ত, ফলে রোদে বা কম আলোতেও এর ডিসপ্লে স্পষ্ট দেখা যায়। ডিসপ্লে প্রটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা আর্মর ২। পারফরম্যান্সের দিক থেকে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে নতুন স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। সঙ্গে পাওয়া যাবে ১২ জিবি র‌্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ অপশন।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফি সেগমেন্টে ফোনটি আরও শক্তিশালী। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে ২০০ মেগাপিক্সেলের OIS সেন্সর, যা লো-লাইট ও হাই-ডিটেল শটে দারুণ মান বজায় রাখে। এর পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং ১০ মেগাপিক্সেলের আরেকটি টেলিফটো সেন্সর। সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফলে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য এটি বাজারে অন্যতম সেরা ডিভাইস হয়ে উঠেছে।

Advertisements

হিরো মোটোকর্প আনছে নতুন ১২৫ সিসি বাইক, থাকছে ক্রুজ কন্ট্রোল ও টিএফটি ডিসপ্লে

Samsung Galaxy S25 Ultra-য় ব্যবহার করা হয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ দেয়। এর সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফলে অল্প সময়ে ব্যাটারি চার্জ হয়ে যায়।

এই বিপুল বিক্রির ফলে বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এখনও গ্রাহকদের প্রথম পছন্দ স্যামসাং। যদিও শাওমি, ভিভো ও ওপ্পো নিজেদের আল্ট্রা মডেল বাজারে এনেছিল উন্নত ফিচার নিয়ে, কিন্তু বিক্রির নিরিখে তারা স্যামসাংয়ের ধারেকাছেও পৌঁছতে পারেনি। সবমিলিয়ে বলা যায়, স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা বর্তমানে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে।