অডিয়ো-কাণ্ডে বিপত্তি! SSC ভবন অভিযানের আগেই আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের ঠিক আগেই বড় ধাক্কা। অডিয়োকাণ্ডে নাম জড়ানোর অভিযোগে আন্দোলনের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসকে সোমবার ভোরে হুগলির আদিসপ্তগ্রাম থেকে আটক…

Suman Biswas detained

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের ঠিক আগেই বড় ধাক্কা। অডিয়োকাণ্ডে নাম জড়ানোর অভিযোগে আন্দোলনের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসকে সোমবার ভোরে হুগলির আদিসপ্তগ্রাম থেকে আটক করল পুলিশ। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতেও।

অডিয়ো রেকর্ডিং প্রকাশ্যে আনে পুলিশ

পুলিশ সূত্রে খবর, রবিবারই বিধাননগর পুলিশ কমিশনারেট সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো রেকর্ডিং প্রকাশ্যে আনে। তাতে শোনা যায়, পুলিশের উপর বোমা হামলা এবং অগ্নিসংযোগের ছক কষছেন কিছু চাকরিহারা শিক্ষক। পুলিশের দাবি, এই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত সুমন।

   

পরিবারের দাবি, সোমবার ভোর সাড়ে পাঁচটার সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি দল সুমনের ব্যান্ডেলের বাড়িতে হানা দেয়। যদিও তখন তিনি বাড়িতে ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক করে পুলিশ। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস অভিযোগ করে বলেন, “দাদা আন্দোলনের উদ্দেশে যাচ্ছিলেন। তখন পুলিশ কোনও কথা না বলেই তাঁকে ধরে নিয়ে যায়। কোন থানায় রাখা হয়েছে তাও জানানো হয়নি। ২০১৬ সালে চাকরি পাওয়া কি দাদার অপরাধ ছিল?”

‘চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চে’র ডাকে অভিযান Suman Biswas detained

এরই মধ্যে আজ, সোমবার, চাকরিহারা শিক্ষকদের সংগঠন ‘চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ’ ডেকেছে এসএসসি ভবন অভিযান। পুলিশের তরফে ডিসি বিধাননগর অনীশ সরকার রবিবারই অভিযোগ করেছিলেন, ওই কর্মসূচিকে ঘিরে পুলিশের উপর হামলার ছক কষা হয়েছে। তিনি জানান, সংগঠনের তরফে পুলিশের কাছে অনুমতি চেয়ে ই-মেল পাঠানো হয়েছিল, কিন্তু অনুমতি মেলেনি। পরে পুলিশের হাতে আসে প্রায় ছয় মিনিটের একটি অডিয়ো রেকর্ডিং, যাতে আন্দোলনকারীদের কথোপকথন থেকে উঠে আসে হামলা ও অগ্নিসংযোগের পরিকল্পনা। সেই সূত্রেই মামলা দায়ের করা হয়।

Advertisements

যদিও পুলিশের এই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন সুমন বিশ্বাস। রবিবারই তিনি বলেন, “আমরা কখনও হিংসাত্মক আন্দোলনের পক্ষে নই। রাজ্য সরকার ইচ্ছে করে আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে।”

এসএসসি ভবন অভিযানের আগে পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Kolkata City: Suman Biswas, a key organizer of the protesting teachers, was detained in Hooghly after police revealed an audio recording of a plot to bomb the police. His arrest comes just before a major protest march to the SSC Bhavan, heightening tensions in West Bengal.