‘ন্যাটো ভুলে যান, ক্রিমিয়াও নয়’, রাশিয়ার সঙ্গে চুক্তিতে জেলেনস্কিকে কোনঠাসা করছেন ট্রাম্প?

ওয়াশিংটন: হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগেই কূটনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি স্পষ্ট…

Trump on Ukraine NATO membership

ওয়াশিংটন: হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগেই কূটনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— ক্রিমিয়া ফেরত পাওয়ার কোনও সম্ভাবনা ইউক্রেনের সামনে নেই, পাশাপাশি ন্যাটো সদস্যপদ নিয়েও তিনি সম্পূর্ণ ‘না’ বলছেন।

“গেম-চেঞ্জিং” উন্নয়ন

ট্রাম্পের এই অবস্থান আরও বিস্ময়কর কারণ, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএন-কে জানিয়েছিলেন যে, মস্কো নাকি আমেরিকা ও ইউরোপীয় দেশগুলিকে ইউক্রেনের জন্য ন্যাটো-ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অনুমতি দিতে রাজি হয়েছে। উইটকফ একে বলেছিলেন “গেম-চেঞ্জিং” উন্নয়ন। তাঁর দাবি ছিল, আলাস্কায় সদ্য সমাপ্ত ট্রাম্প–পুতিন বৈঠকের আগে মস্কোয় একাধিক বৈঠকের পর ভ্লাদিমির পুতিন প্রথমবার এ ধরনের প্রস্তাবে সায় দেন।

   

উইটকফের বক্তব্য অনুযায়ী, “আমরা একটি ঐতিহাসিক ছাড় পেয়েছি— মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর্টিকেল ৫–এর মতো সুরক্ষা দিতে পারবে। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার মূল কারণ এটাই।” উল্লেখ্য, ন্যাটো চুক্তির আর্টিকেল ৫ অনুযায়ী, জোটভুক্ত যে কোনও একটি দেশের উপর আক্রমণ গোটা জোটের উপর আক্রমণ হিসেবে গণ্য হয়— যা ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা নীতির ভিত্তি।

নিজের দূতের বক্তব্যক খারিজ ট্রাম্পের Trump on Ukraine NATO membership

কিন্তু শেষপর্যন্ত ট্রাম্প নিজের দূতের বক্তব্যকেই খারিজ করে দিলেন। তিনি জানিয়ে দেন, ইউক্রেনকে ন্যাটো-ধাঁচের সুরক্ষা দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং জেলেনস্কির উদ্দেশে তাঁর সাফ বার্তা— “তিনি চাইলে যুদ্ধ এখনই শেষ করতে পারেন, আবার চাইলে চালিয়ে যেতে পারেন।”

সেই সঙ্গে আবারও তিনি তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার। ট্রাম্পের অভিযোগ, ২০১৪ সালে ওবামা রাশিয়ার ক্রিমিয়া দখল ঠেকাতে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, “ওবামা বিনা লড়াইয়েই ক্রিমিয়া দিয়ে দিয়েছিলেন। আর ইউক্রেনের ন্যাটোতে যাওয়া চলবে না। কিছু বিষয় কখনও বদলায় না।”

Advertisements

ট্রাম্পের অবস্থান ইউক্রেনের পক্ষে বড় ধাক্কা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান ইউক্রেনের পক্ষে এক বড় ধাক্কা। কারণ, যুদ্ধবিরতির জন্য কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা যেখানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সেখানে মার্কিন প্রেসিডেন্টের এই কড়া বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন। নোবেল শান্তি পুরস্কারের দিকে নজর রেখে কি তাঁর এই অবস্থান? নাকি বাস্তবে এর ফলে শান্তির পরিবর্তে আরও অনিশ্চয়তা তৈরি হবে?- এখন সেই উত্তর সময়ই দেবে।

 World: Donald Trump’s shocking statement ahead of his meeting with Zelensky: he rejects Ukraine’s NATO membership and states Crimea is not recoverable. This directly contradicts his own envoy’s claim of a “game-changing” deal with Russia.