কলকাতায় মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা

আগামী সপ্তাহে কলকাতা শহরে (Kolkata) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২২ শে আগস্ট দমদমে রয়েছে তাঁর প্রশাসনিক কর্মসূচি। সেখান থেকে ৩ টি মেট্রো…

How Mamata Banerjee is claiming Modi government is losing in 2024 Lok Sabha Elections

আগামী সপ্তাহে কলকাতা শহরে (Kolkata) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২২ শে আগস্ট দমদমে রয়েছে তাঁর প্রশাসনিক কর্মসূচি। সেখান থেকে ৩ টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথা মেনে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আমন্ত্রণপত্রে চমক রয়েছে। পশ্চিমবঙ্গে কী কী রেল প্রকল্প হচ্ছে, রেলমন্ত্রক কত টাকা অনুমোদন করেছে, আমন্ত্রণপত্রে সে সমস্ত হিসেব দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। সেই সমস্ত হিসেব সহ পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।

   

জানা গিয়েছে, অতীতের মতো বিতর্ক এড়াতে এবারে আগে থেকেই ২২ আগস্টের অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, পূর্বে অভিযোগ ওঠে যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে শুরু হয় বিতর্ক। পরে মেট্রো কর্তৃপক্ষ দাবি করে যে আমন্ত্রণ জানানো হয়। তবে তৃণমূলের তরফ থেকে জানানো হয় যে অনেক দেরি করে আমন্ত্রণ জানানো হয়। এবং পূর্বনির্ধারিত কর্মসূচি থাকার কারণে প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব ছিল না। তাই এবার সময় থাকতে আগে থেকেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

Advertisements

উল্লেখ্য, এনডিএ এবং ইউপেএ জমানায় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক সমস্যার সম্মুখিন হয়ে মেট্রোর বিভিন্ন প্রকল্প আনেন এবং অর্থ বরাদ্দ করেন। রেলের তরফ থেকে এই অনুষ্ঠানের কিছুদিন আগে থেকেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে আমন্ত্রণ পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।