হাওড়া–জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস চালু, জেনে নিন সময়সূচি, ভাড়া ও রুটের বিস্তারিত

উৎসবের মরশুমে যাত্রীদের জন্য বড় উপহার দিল ভারতীয় রেল। হাওড়া থেকে জামালপুর পর্যন্ত এবার থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবার জামালপুর স্টেশনে…

Indian Railway Vande Bharat

উৎসবের মরশুমে যাত্রীদের জন্য বড় উপহার দিল ভারতীয় রেল। হাওড়া থেকে জামালপুর পর্যন্ত এবার থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবার জামালপুর স্টেশনে এই আধুনিক ‘সেমি-বুলেট’ ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং। উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট মন্ত্রীরা।

এর আগে হাওড়া–ভাগলপুর–হাওড়া রুটে চলত বন্দে ভারত। তবে এবার যাত্রীদের সুবিধার্থে রেল সিদ্ধান্ত নিয়েছে, নতুন পরিষেবা চালু হবে জামালপুর পর্যন্ত। রবিবার থেকেই শুরু হচ্ছে এই নয়া পরিষেবা। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে জামালপুর যেতে সময় নেবে মাত্র ৬ ঘণ্টা ৩৫ মিনিট। অর্থাৎ ৪৪১ কিমি দীর্ঘ পথ এত কম সময়ে অতিক্রম করা যাবে দেশের অন্যতম দ্রুতগতির এই ট্রেনে।

   

সময়সূচি

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া–জামালপুর বন্দে ভারত সপ্তাহে ছয়দিন চলবে (শুক্রবার ছাড়া প্রতিদিন)।

হাওড়া থেকে ছাড়বে সকাল ৭টা ৪৫ মিনিটে,
এবং জামালপুর পৌঁছবে দুপুর ২টো ১৫ মিনিটে।

ফেরার পথে, জামালপুর থেকে ছাড়বে বিকেল ৩টে ৩০ মিনিটে,
এবং হাওড়ায় পৌঁছবে রাত ১০টা ৫ মিনিটে।

রুট ও স্টপেজ

দীর্ঘ এই রুটে মোট আটটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি। সেগুলি হলো –

ভাগলপুর (Bhagalpur)

বরাহট (Barahat)

মন্দার হিল (Mandar Hill)

হান্সদিয়া (Hansdiha)

দুমকা (Dumka)

রামপুরহাট (Rampurhat)

বোলপুর শান্তিনিকেতন (Bolpur Santiniketan)

Advertisements

জামালপুর (Jamalpur Junction)

ভাড়া ও যাত্রীসুবিধা

যাত্রীদের জন্য থাকছে দুটি পরিষেবা – এক্সিকিউটিভ চেয়ার কার এবং এসি চেয়ার কার।

এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়া ২৩৩৫ টাকা

এসি চেয়ার কারে ভাড়া ১২৯০ টাকা

রেলের তরফে জানানো হয়েছে, এই আধুনিক বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা আরও আরামদায়ক ও দ্রুতগামী ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। উন্নতমানের আসন, অনলাইন বুকিংয়ের সুবিধা, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও দ্রুত পরিষেবা এই ট্রেনকে আলাদা মাত্রা দিয়েছে।

যাত্রীদের জন্য বাড়তি সুবিধা

ট্রেনের ভেতরে উন্নতমানের লাইটিং ও সাউন্ড সিস্টেম

প্রতিটি সিটে চার্জিং পোর্ট

আধুনিক এয়ার কন্ডিশনিং ব্যবস্থা

হাইস্পিড যাত্রার জন্য উন্নতমানের ব্রেকিং সিস্টেম

উৎসবের সময় প্রচুর যাত্রী চলাচল করে হাওড়া থেকে বিহারের বিভিন্ন রুটে। সেই ভিড় সামলাতে ও যাত্রীদের স্বস্তি দিতে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। দ্রুতগামী এই ট্রেন যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

হাওড়া–জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস দেশের রেল পরিষেবার মানোন্নয়নে আরেকটি বড় পদক্ষেপ। উৎসবের ভিড়ের মরশুমে যাত্রীদের জন্য এটি হয়ে উঠতে পারে সেরা ভরসা।