ফুটবল শুধুই খেলা নয়, বাংলার বুকে তা এক আবেগ। আর সেই আবেগ যখন ডুরান্ড কাপে (Durand Cup 2025 ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগানের (Mohun Bagan SG) মুখোমুখি লড়াইয়ে রূপ নেয়, তখন গোটা শহর যেন নিঃশ্বাস ফেলে মাঠের দিকেই চেয়ে থাকে। আজ ১৭ আগস্ট, যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বিতে (Kolkata Derby) নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। নকআউট ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ ছুঁয়েছে চরমে।
ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ, যার ইতিহাস ছুঁয়ে রয়েছে শতবর্ষের গণ্ডি। এবারের সংস্করণে দুই প্রধান গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে শেষ আটে। তবে মুখোমুখি হতে হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। যদিও এই নিয়ে বিতর্ক থাকলেও এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু শুধুই ৯০ মিনিটের মহারণ।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যালোচনা করলে গত কয়েক বছরে বাগান ব্রিগেড অনেকটাই এগিয়ে। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ডার্বিতে ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে সবুজ-মেরুন শিবির। তবে ২০২৪ সালের জানুয়ারিতে সুপার কাপে ইস্টবেঙ্গল ৩-১ ব্যবধানে জয় পায়। এছাড়াও, গত মাসে কলকাতা ফুটবল লিগে দ্বিতীয় সারির দল নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে, যদিও তা বড় দলের পারফরম্যান্স নয়।
গত বছর ডুরান্ড কাপে এই দুই দলের সাক্ষাৎ হয়নি। রাজ্যজুড়ে এক নারকীয় ঘটনার প্রতিবাদে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। ফলে এবারে ডার্বি ফিরছে ডুরান্ডের মঞ্চে, তাও আবার নকআউট পর্বে। তাই লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। শুধুই গর্ব নয়, বরং মরসুমের প্রথম ট্রফির দিকে এগিয়ে যাওয়ার এক বড় সুযোগ এই ম্যাচ।
টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ক্লাবের বাইরে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকা, উত্তেজনায় ঘুমহীন সমর্থক। শহরের অলিতে-গলিতে তর্ক-বিতর্ক, সব মিলিয়ে কলকাতা যেন ফিরে গিয়েছে সেই সোনালি ফুটবল যুগে। দুই ক্লাবের পক্ষ থেকেই এই ম্যাচকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে।
এই হাইভোল্টেজ ম্যাচ সম্প্রচার করবে Sony Sports Network, আর অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLiv। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে খেলা, আর তার আগেই গ্যালারি পূর্ণ হয়ে উঠবে দুই দলের সমর্থকে।
Kolkata Derby in Durand Cup 2025 between East Bengal vs Mohun Bagan SG