১৭ আগস্ট ডুরান্ড কাপের মঞ্চে মহারণ। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) বনাম মোহনবাগান (Mohun Bagan)। পুরনো শত্রুতা, আবেগ, আর গৌরবের লড়াই এই ‘কলকাতা ডার্বি’। এবারের ডার্বি আরও গুরুত্বপূর্ণ। কারণ সেমিফাইনালে যাওয়ার টিকিট নির্ধারক ম্যাচ। এক ভুলেই বিদায় নিতে হতে পারে যেকোনো দলকে। তাই দুই শিবিরেই এখন তুমুল প্রস্তুতি চলছে। এরই মধ্যে কাফা নেশনস কাপকে (CAFA Nations Cup 2025) সামনে রেখে ৩৫ সদস্যের ভারতীয় দল (Indian Football Team) ঘোষণা করল নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)।
The 22 players who have reported to the senior men’s national team camp in Bengaluru so far 🇮🇳
More details 🔗 https://t.co/3kaTuf4UC8#IndianFootball ⚽️ pic.twitter.com/zsrBZuvmNt
— Indian Football Team (@IndianFootball) August 15, 2025
মোহনবাগান ইতিমধ্যেই জোর দিয়েছে সেট-পিস অনুশীলনে। গত বারের পারফরম্যান্স ভুলে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন লিস্টন কোলাসো। গ্রুপ পর্বে তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে ফর্মে রয়েছেন এই উইঙ্গার। প্রতিটি অনুশীলনে প্রাণবন্ত উপস্থিতি রাখছেন গোয়ার এই ফুটবলার।দলের মিডফিল্ডে ভরসা রাখতে চাইছেন কোচ থাপা, আপুইয়া এবং সাহাল সামাদের ওপর। এই তিন ভারতীয় মিডফিল্ডারই অসাধারণ ছন্দে রয়েছেন এবং তাদের সহায়তায় একটু পিছনে খেলে ছায়ার মতো দায়িত্ব নিতে পারেন দীপক টাংরি। রক্ষণের দিকে আশিস রাই ও অভিষেক সিং দুই প্রান্তে এবং মাঝখানে টম অলড্রেড ও আলবের্তো রদ্রিগেজ থাকবেন বলে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, ইস্টবেঙ্গলেও সমান উৎসাহে চলছে প্রস্তুতি। এদিন প্রথমবার অনুশীলনে যোগ দিলেন জয় গুপ্তা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তাঁকে নিয়ে আশাবাদী কোচিং স্টাফ। লেফ্ট-ব্যাকে আগামী মরসুমে তিনিই হতে পারেন প্রধান অস্ত্র। এখন পর্যন্ত কোনও চোটের খবর নেই লাল-হলুদের শিবিরে, যা এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তি।
এরই মাঝে ভারতীয় দলের খবরে চোখ ফেরালে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুতে শুরু হয়েছে ব্লু টাইগার্সদের প্রস্তুতি শিবির। সদ্য নিযুক্ত কোচ খালিদ জামিল ডেকেছেন ৩৫ জন ফুটবলারকে। তাঁদের মধ্যে ২২ জন ইতিমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন। বাকি ১৩ জন ডুরান্ড কাপের পর যোগ দেবেন। সেই তালিকায় রয়েছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বহু গুরুত্বপূর্ণ ফুটবলার। অনিরুদ্ধ থাপা, সাহাল, আপুইয়া, লিস্টন, মনবীর, মহেশ, জিকসন আনোয়ার আলি সহ বেশ কয়েকজন। ফলে জাতীয় দলকেও অপেক্ষায় থাকতে হচ্ছে ডার্বির ফলাফলের ওপর।
🚨 AIFF Statement on the Indian senior and U23 men’s team camps in Bengaluru.#IndianFootball pic.twitter.com/UITZ6YIhjW
— Indian Football Team (@IndianFootball) August 15, 2025
প্রস্তুতির উদ্দেশ্য, ২৯ আগস্ট থেকে শুরু হওয়া কাফা নেশনস কাপ ২০২৫। ভারত গ্রুপ বি’তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তান। টুর্নামেন্ট হবে তাজিকিস্তানের হিসোর শহরে।
Indian Football Team head coach Khalid Jamil announce 35 member Squad including East Bengal and Mohun Bagan Footballer for CAFA Nations Cup 2025