এশিয়া কাপের আগেই অবসর নিচ্ছেন ‘হিটম্যান’! ফাঁস হল পন্থের ভিডিয়োতে

স্বাধীনতা দিবসের সকালে চমকে দিয়েছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রধান উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। এবছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয়ের ঐতিহাসিক…

BCCI plans future with Indian Cricket Team Young Capatin Shubman GIll as Virat Kohli & Rohit Sharma face ODI uncertainty

স্বাধীনতা দিবসের সকালে চমকে দিয়েছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রধান উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। এবছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয়ের ঐতিহাসিক মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন তিনি। ভারতের হয়ে আরেকটি আইসিসি ট্রফি জয়, এমন স্মৃতিকে আরও একবার সামনে এনে দেশবাসীকে দিলেন চমক এবং গর্বে ভরানো এক ভিডিও উপহার। সঙ্গে উসকে দিলেন রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের জল্পনা।

ভিডিয়োর শুরুতেই দেখা যায়, ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবীন্দ্র জাডেজা চার মেরে ম্যাচ শেষ করছেন। মাঠে তখন উচ্ছ্বাসের ঢেউ। সাজঘরের দৃশ্যেও একই রকম উদ্দীপনা। সেখানে রোহিত শর্মা, শুভমন গিলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন পন্থ। এরপর মাঠে প্রবেশ করে সতীর্থদের সঙ্গে জয়ের উল্লাসে যোগ দেন তিনিও। চারদিক জুড়ে সাদা ব্লেজারে পরা খেলোয়াড়দের মুখে হাসি, জয়োল্লাস, আর ট্রফি হাতে মুহূর্তগুলো যেন সিনেমার মতো।

   

তবে এই ভিডিয়োর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল রোহিত শর্মার এক মন্তব্য। পন্থের প্রশ্ন, “ভাইয়া, এই স্ট্যাম্প নিয়ে কোথায় যাচ্ছ?” এরপরই পন্থকে মজার ছলে রোহিত জিজ্ঞাসা করেন, “তাহলে কি অবসর নিয়ে নিই? প্রতিবার ট্রফি জিতলেই কি আমাকে অবসর নিতে হবে নাকি?” হাতে তখন রোহিতের একটি স্ট্যাম্প।

এই কথোপকথন শুনে পন্থ হেসে বলেন, “আমি তো বলিনি! আমরা তো চাই তুমি আরও খেলো।” এই মুহূর্তটি যেমন মজার, তেমনই আবেগঘন। কারণ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরের আগে রোহিত টেস্ট ফরম্যাট থেকেও অবসর নেন। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর হয়তো একদিনের ক্রিকেট থেকেও অবসর নেবেন ‘হিটম্যান’। তবে তা হয়নি। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে খেলে যাচ্ছেন রোহিত।

ঋষভ পন্থ যদিও এই টুর্নামেন্টে কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি, তবুও দলের অংশ হিসাবে তিনি ছিলেন প্রতিটি মুহূর্তে। দলের কম্বিনেশন অনুযায়ী সুযোগ না পেলেও, দলের জয়োল্লাসে যে তিনি কতটা জড়িত ছিলেন, তা স্পষ্ট এই ভিডিয়োতেই। মাঠে সতীর্থদের জড়িয়ে ধরা, হাসি-মজায় অংশ নেওয়া এবং ক্যামেরার সামনে এসে সেই মুহূর্তগুলো রেকর্ড করে রাখা। এককথায় নিখাদ আনন্দ ও গর্বের বহিঃপ্রকাশ।

Advertisements

ভিডিয়োতে আরও দেখা যায়, ট্রফি হাতে নাচছেন কোহলি, শ্রেয়স আয়ার, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং গৌতম গম্ভীর। গম্ভীরের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি নিজেও একাধিক বার ভারতের আইসিসি ট্রফি জয়ের নায়ক ছিলেন, এবার দলকে অনুপ্রেরণা জুগিয়ে গর্বিত করেছেন।

Rohit Sharma retirement comment in Rishabh Pant video ICC Champions Trophy win Indian Cricket Team reaction