সূর্য নন! এশিয়া কাপে ভারতের নেতৃত্বে এই তরুণ মুখ?

৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। এবার সম্পূর্ণ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে ভারতের (Indian Cricket…

Indian Cricket Team Possible Squad for Asia Cup 2025

৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। এবার সম্পূর্ণ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে ভারতের (Indian Cricket Team) অধিনায়ক নির্বাচন ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। বর্তমানে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়ক হলেও, আগামী দিনে তাঁর কাঁধে এই দায়িত্ব থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে বিসিসিআইয়ের অন্দরমহলেই।

গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান। তাঁর অবসরের পর থেকেই দায়িত্ব পান সূর্যকুমার যাদব। যদিও অধিনায়ক হিসেবে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজে সাফল্য এনে দিয়েছেন ভারতকে, কিন্তু চোট-আঘাতের কারণে তাঁকে ঘন ঘন দলের বাইরে থাকতে হয়েছে। এই মুহূর্তে নিজেকে ফিট রাখার জন্য কঠোর পরিশ্রম করছেন সূর্য, তবে ম্যাচ ফিটনেস নিয়েই রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।

   

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারতের নেতৃত্ব দিয়ে নজর কাড়েন শুভমন গিল। পাঁচ ম্যাচের সেই সিরিজে ভারত ২-২ ড্র করে। অধিনায়ক হিসেবে গিলের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। শুধু দলকে নেতৃত্ব দেওয়াই নয়, ব্যাট হাতেও ছিলেন অসাধারণ। সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন এই তরুণব্যাটার। এর ফলে বিসিসিআইয়ের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে, গিল কি কুড়ির ফর্ম্যাটেও নেতৃত্ব পাওয়ার যোগ্য?

তবে এখানেই বিতর্কের সূত্রপাত। কারণ, এখনও পর্যন্ত শুভমন গিল নিজেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ততটা প্রমাণ করতে পারেননি। ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে শেষবার কুড়ির ফর্ম্যাটে খেলেছিলেন তিনি। তারপর আর জাতীয় দলে সুযোগ পাননি। যদিও টেস্ট ও ওয়ানডে ফর্ম্যাটে তিনি এখন ভারতের অটোমেটিক চয়েস।

Advertisements

বোর্ডের একাংশ মনে করছে, আলাদা ফর্ম্যাটে আলাদা অধিনায়ক রাখার পলিসিতে সমস্যা তৈরি হচ্ছে। এর চেয়ে বরং একজন অধিনায়ক থাকলেই দল ভারসাম্য পায় বেশি। আবার অন্য অংশ মনে করছে, ফর্ম্যাট অনুযায়ী বিশেষজ্ঞ অধিনায়ক থাকাই বেশি ফলদায়ক।

তবে সূর্যকুমারের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া নেই। বরং তাঁর অভিজ্ঞতা ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে কার্যকারিতা নিয়ে কারও কোনও সন্দেহ নেই। কিন্তু তাঁর ফিটনেসই এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপের আগে তাঁর ম্যাচ ফিটনেস পরীক্ষা করে দেখবে বোর্ড, সেখানেই নির্ধারিত হবে ভবিষ্যৎ। যদি শেষ মুহূর্তে সূর্য ফিট না থাকেন, তাহলে গিলই হতে পারেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

Suryakumar Yadav health issue where Shubman Gill likely to lead Indian Cricket Team in Asia Cup 2025