১৫ আগস্ট দেশে পালিত হচ্ছে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। ঠিক সেই মুহূর্তে ফুটবলপ্রেমীদের চোখ ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের দিকে। কারণ, আজই প্রকাশিত হয়েছে ২০২৫-২৬ মরসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগ টু (AFC Champions League Two) গ্রুপ বিন্যাস। সেই ড্র’তে উঠে এসেছে এক নজরকাড়া বিষয়। এফসি গোয়ার (FC Goa) গ্রুপে পড়েছে সৌদি আরবের তারকাখচিত ক্লাব আল নাসের (Al Nassr)। সেখানে খেলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
এদিন খবর প্রকাশ্যে আসতেই গোয়ার ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার ঝড়। স্বপ্ন দেখছিলেন ভারতের (India) মাটিতে বসে রোনাল্ডোর খেলা দেখার। তবে সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হতে বেশি সময় লাগল না। কারণ, জানা গিয়েছে আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর যে চুক্তি, তাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তিনি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র কোনও অ্যাওয়ে ম্যাচ খেলবেন না। অর্থাৎ ভারতে এসে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার কোনও সম্ভাবনাই নেই তাঁর।
এই সিদ্ধান্তে হতাশ ভারতীয় ফুটবলপ্রেমীরা। দীর্ঘ কেরিয়ারে রোনাল্ডো ইউরোপীয় ক্লাব ফুটবলে একাধিকবার ভারতীয় সমর্থকদের হৃদয় জয় করেছেন টিভি পর্দার মাধ্যমে। কিন্তু তাঁকে সামনে থেকে মাঠে দেখার সুযোগ যে আবারও হাতছাড়া হচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই মন খারাপ দেশের ফুটবল অনুরাগীদের।
তবে রোনাল্ডো না এলেও, তাঁর দল আল নাসের যে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে ভারতে আসবে, তা নিশ্চিত। গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া, আল নাসের ছাড়াও রয়েছে ইরাকের আল জাওরা এসসি ও তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে লড়াই করে গ্রুপ পর্বে নিজেদের জায়গা পাকা করতে হবে গোয়াকে।
প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে সুপার কাপ জিতে প্লে-অফ রাউন্ডে প্রবেশ করে এফসি গোয়া। এরপর ওমানের ক্লাব আল সিব-কে ২-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র গ্রুপ পর্বে জায়গা করে নেয় ক্লাবটি।
এদিকে, গত মরসুমের আইএসএল লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট পড়েছে গ্রুপ সি’তে। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরানের সেপাহান, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি। যদিও মোহনবাগানের গ্রুপ তুলনামূলকভাবে সহজ মনে করা হলেও, আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
Cristiano Ronaldo will not to play in India for Al Nassr drawn with FC Goa in AFC Champions League Two