লালকেল্লা নয়, লালমাটি! নকশাল-অধ্যুষিত ২৯ গ্রামে প্রথমবার উড়ল তেরঙ্গা

29 Naxal-hit villages hoist Tricolour রাইপুর: ছত্তীসগড়ের বস্তার (Bastar) অঞ্চলের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হল। স্বাধীনতার পর এই প্রথম ৭৯তম স্বাধীনতা দিবসে নকশালপ্রভাবিত ২৯টি গ্রামে…

29 Naxal-hit villages hoist Tricolour

29 Naxal-hit villages hoist Tricolour

রাইপুর: ছত্তীসগড়ের বস্তার (Bastar) অঞ্চলের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হল। স্বাধীনতার পর এই প্রথম ৭৯তম স্বাধীনতা দিবসে নকশালপ্রভাবিত ২৯টি গ্রামে উড়ল তিরঙ্গা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে গ্রামবাসীরা সকলে মিলিতভাবে অংশ নিলেন পতাকা উত্তোলন অনুষ্ঠানে। দীর্ঘ তিন দশকের নকশাল সন্ত্রাসের ছায়া কাটিয়ে এবার উন্নয়ন ও নিরাপত্তার নতুন ভোর দেখছে এলাকা।

বামপন্থী চরমপন্থা বড় চ্যালেঞ্জ

বস্তার বিভাগে সাতটি জেলা রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে বামপন্থী চরমপন্থা (Left Wing Extremism) বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এতদিন গ্রামবাসীদের উপর নকশালদের ‘মিথ্যা স্বাধীনতা’-র তত্ত্ব চাপিয়ে দিয়ে জাতীয় উৎসব বয়কট করানো হত। অনেক ক্ষেত্রে তিরঙ্গার পরিবর্তে কালো পতাকা উত্তোলন করে প্রতিবাদ জানানো হত।

   

তবে গত দুই বছরে নিরাপত্তা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। পুলিশের টানা অভিযানে ও নতুন ক্যাম্প স্থাপনের মাধ্যমে বহু ‘ঝুঁকিপূর্ণ’ এলাকায় নিরাপত্তার বলয় তৈরি হয়েছে। প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও উন্নয়নমূলক প্রকল্প মিলিতভাবে গ্রামবাসীদের মনে আস্থা ফিরিয়ে এনেছে। রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, মোবাইল টাওয়ার বসানো থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে রাজ্য সরকারের ‘নেল্লানার’ (Nellanar) প্রকল্পের আওতায়।

২৯ জেলায় ত্রিরঙ্গা উত্তোলন 29 Naxal-hit villages hoist Tricolour

এই স্বাধীনতা দিবসে নারায়ণপুর জেলার হোরাডি, গারপা, কচ্ছপাল, কোডলিয়ার, কুটুল, বড়েমাকোটি, পদ্মাকোট, কন্দুলনার, নেলাঙ্গুর, পাঙ্গুর, রায়নারে প্রথমবার তিরঙ্গা উত্তোলন হয়। সুকমা জেলায় রাইগুডেম, তুমালপাদ, গোলাকুন্ডা, গোমগুডা, মেট্টাগুডা, উস্কাভায়া ও মুলকাথঙের আকাশে ওড়ে জাতীয় পতাকা। বিজাপুর জেলার কন্ডাপল্লি, জিডাপল্লি, ভাটেবাগু, কারেগুট্টা, পিদিয়া, গুঞ্জেপার্টি, পুজারি, কঙ্কের, ভীমারাম, করচোলি ও কোটপল্লিতেও একই দৃশ্য।

Advertisements

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, ‘বস্তার ফাইটারস’, বিশেষ টাস্ক ফোর্স, রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিট এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর টানা টহল ও অভিযান এই সাফল্যের পেছনে বড় ভূমিকা নিয়েছে। সুকমার পুলিশ সুপার কিরণ চৌহান জানিয়েছেন, “অভ্যন্তরীণ এলাকায় নিয়মিত পুলিশ ক্যাম্প স্থাপন হচ্ছে। নেল্লানার প্রকল্পের মাধ্যমে রাস্তা, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক সহ প্রাথমিক অবকাঠামো পৌঁছে দেওয়া হচ্ছে।”

বস্তারের ২৯টি গ্রামে স্বাধীনতার পতাকা উত্তোলন শুধু একটি প্রতীকী সাফল্য নয়, বরং নকশাল সন্ত্রাসের অন্ধকার ভেদ করে উন্নয়ন ও জাতীয় ঐক্যের পথে এক সাহসী পদক্ষেপ।

Bharat: For the first time in history, 29 Naxal-affected villages in Bastar, Chhattisgarh, hoisted the Indian tricolor on Independence Day, marking a turning point after decades of Left Wing Extremism, with improved security and development.