নবান্ন অভিযানে ধুন্ধুমার-পুলিশকে মার, গ্রেফতার আরও ১

Nabanna Abhijaan: অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। এবার এই ঘটনায় গ্রেফতার হল আরও এক অভযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে…

Nabanna Abhijaan

Nabanna Abhijaan: অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। এবার এই ঘটনায় গ্রেফতার হল আরও এক অভযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুঁজে বের করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম নীতীশ সিং। খড়দহ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ফলে, নবান্ন অভিযানের সময় অশান্তিতে মোট ৩ জনকে গ্রেফতার করা হল।

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পেরিয়ে গেলেও বিচার মেলেনি এখনও বলে দাবি অভয়ার বাবা-মায়ের। এই অভিযোগ তুলে সিবিআই-য়ের উপর চাপ তৈরি করতে ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন অভয়ার বাবা ও মা।

   

সেই দিন, অর্থাৎ গত শনিবার পার্ক স্ট্রিট এবং সাঁতরাগাছি, দুটো জায়গাতেই বিজেপির নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে থাকা বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। সেখানে থাকা অভয়ার বাবা-মা ধস্তাধস্তির মাঝে পড়েন, আহত হন অভয়ার মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আক্রান্ত হন পুলিশ কর্মীও। ডিসি এসএসডি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর, খুনের চেষ্টার অভিযোগ ওঠে। (Nabanna Abhijaan)

Advertisements

এরপরই একাধিক ব্যাক্তির বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। শুরু হয় তদন্ত। বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে প্রথম অভিযুক্ত চন্দন গুপ্তকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে চলছিল তল্লাশি। এরপর একে একে গ্রেফতার হয়েছে আরও ২ জন। (Nabanna Abhijaan)