‘ইসলামাবাদ ন্যাশনাল কংগ্রেস’, লালকেল্লায় রাহুলের অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে লালকেল্লার সরকারি অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জন্য কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানাল বিজেপি। শুক্রবার দলীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা…

Rahul Gandhi Skip Red Fort I-Day Event

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে লালকেল্লার সরকারি অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জন্য কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানাল বিজেপি। শুক্রবার দলীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, এই অনুপস্থিতি জাতি ও সশস্ত্র বাহিনীর প্রতি ‘অপমান’ এবং সংবিধানবিরোধী আচরণের শামিল।

‘ইসলামাবাদ ন্যাশনাল কংগ্রেস’ বলে তোপ

পুনাওয়ালা বলেন, “আজ ১৫ আগস্ট, আমাদের স্বাধীনতার দিন। এটি কোনও ব্যক্তির জন্মদিন নয়, কোনও একক দলের কর্মসূচি নয়। অথচ কংগ্রেস প্রমাণ করে দিল, তারা আর ‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’ নয়, বরং ‘ইসলামাবাদ ন্যাশনাল কংগ্রেস’ অথবা ‘ইটালিয়ান ন্যাশনাল কংগ্রেস’।”

   

তিনি অভিযোগ করেন, জাতীয় অনুষ্ঠানে অনুপস্থিত থেকে বিরোধী দলনেতা কার্যত “মোদীর বিরোধিতা করতে গিয়ে দেশ, সেনাবাহিনী ও সংবিধানের বিরোধিতা করছেন”। অপারেশন সিন্দুর ও সশস্ত্র বাহিনীর সম্মান প্রদানের মুহূর্তে উপস্থিত না থাকা প্রসঙ্গে পুনাওয়ালার দাবি, “সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়া কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে। বিরোধী দলনেতা প্রকাশ্যে বলেছেন, তিনি ভারতের রাষ্ট্রের বিরোধী এবং দেশকে ‘জাতি’ বলেই মনে করেন না।”

‘রাহুল গান্ধী জাতিকে অসম্মান করেছেন’ Rahul Gandhi Skip Red Fort I-Day Event

বিজেপি মুখপাত্র আরও বলেন, এই আচরণ শহিদ, স্বাধীনতা সংগ্রামী, সংবিধান ও দেশের সামরিক অভিযানের প্রতি অবমাননা। “রাহুল গান্ধী জাতিকে অসম্মান করেছেন। দেশের সর্বোচ্চ আদালতও বলেছে, তিনি ভারতীয়ের মতো কথা বলেন না। মোদী ও বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে, রাহুলজি, আপনি দেশকেই আক্রমণ করতে শুরু করেছেন।”

Advertisements

অন্যদিকে, রাহুল গান্ধী এদিন দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেস কর্মী ও নেতাদের সঙ্গে পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতীয় পতাকা উত্তোলন করেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হন। বৃষ্টির মধ্যেও রাহুল গান্ধী কর্মসূচিতে অংশ নেন।

কংগ্রেস এক বিবৃতিতে জানায়, “আজ আমরা স্মরণ করছি সেই সকল স্বাধীনতা সংগ্রামীকে, যাঁদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।”

Bharat: The BJP has strongly criticized Congress leader Rahul Gandhi for his absence from the official Independence Day ceremony at the Red Fort. BJP spokesperson Shehzad Poonawalla accused Gandhi of insulting the nation and armed forces.