ওডিশার প্রাক্তন ফরোয়ার্ডের দিকে নজর ভারতের এই ক্লাবের

ভারতীয় ক্লাব ফুটবলে গত বেশ কয়েক মরসুম ধরেই যথেষ্ট দাপটের সাথে খেলেছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। একটা সময় এটিকে দলে যোগদান করার মধ্য দিয়ে ভারতে…

Roy Krishna pens emotional post for exit from Odisha FC

ভারতীয় ক্লাব ফুটবলে গত বেশ কয়েক মরসুম ধরেই যথেষ্ট দাপটের সাথে খেলেছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। একটা সময় এটিকে দলে যোগদান করার মধ্য দিয়ে ভারতে আগমন ঘটেছিল ফিজির এই ফরোয়ার্ডের। তারপর ম্যাচ যত এগিয়েছে কলকাতার ফুটবলপ্রেমীদের নয়নের মনি হয়ে ওঠে ছিলেন তিনি। বলতে গেলে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন সর্বদা। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। সময় বদলে মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণ ঘটে এটিকের। সেবারও যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল রয় কৃষ্ণকে। পরবর্তীতে কলকাতা ছেড়ে যোগদান করেছিলেন সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিতে।

সেখানে ও নিজের অস্তিত্ব জানান দিয়ে গিয়েছেন সর্বদা। আইএসএল ফাইনালে গোল করে দলকে সমতায় ফেরানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই হাইপ্রোফাইল তারকার। কিন্তু শেষ কয়েক মরসুম ধরেই জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসির জার্সিতে খেলছিলেন সাঁইত্রিশ বছরের এই ফুটবলার। তবে বয়স বাড়লে ও উপযুক্ত সময়ে তিনি যে জ্বলে উঠতে পারেন সেটা প্রমাণ করেছেন একাধিকবার। কিন্তু ছন্দপতন হয় গত বছরের ডিসেম্বর মাসে। এসিএল চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। চোট এতটাই গুরুতর ছিল যে গোটা সিজনের জন্য ছিটকে যেতে হয়েছিল দলের এই ভরসাযোগ্য ফরোয়ার্ডকে।

   

তাঁর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের আক্রমণভাগে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন মরসুমে আদৌ তাকে দলে রাখা হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল জোর বিতর্ক। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। পরবর্তীতে কোচিংয়ের ক্ষেত্রে ও বারংবার উঠে এসেছিল এই বিদেশি ফুটবলারের নাম। কিন্তু পরবর্তীতে তেমন কিছুই জানা যায়নি। এবার ভারতীয় ফুটবল সার্কিটে অতি পরিচিত এই ফুটবলারকে নিয়ে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নয়া ফুটবল মরসুমে ফিজির এই গোলমেশিনকে নাকি দলে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে মাল্লাপুরম এফসি।

Advertisements

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যদিও তাঁর যোগদানের বিষয়টি এখনও সম্পূর্ণ রূপে স্পষ্ট নয়। উল্লেখ্য, গত কয়েক সিজন ধরেই দক্ষিণের ফুটবল লিগে যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছে এই মাল্লাপুরম ফুটবল ক্লাব। আইলিগের পাশাপাশি আইএসএলের বেশ কয়েকজন সফল ফুটবলার আগেই খেলেছেন এই ফুটবল দলে। এবার সেই তালিকায় রয় কৃষ্ণার নাম সংযুক্ত হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সেটা বলাই চলে।