ডুরান্ডের পর ঘরোয়া লিগে ছুঁটছে সাদা-কালো ইঞ্জিন! এক লাফে রদবদল পয়েন্ট টেবিলে

কলকাতা লিগে (CFL 2025) ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সাদার্ন সমিতির বিরুদ্ধে প্রথম জয় পাওয়ার পর এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে (Sribhumi…

Mohammedan SC secures convincing 3-1 victory over Sribhumi FC in CFL 2025 at the Barrackpore Stadium

কলকাতা লিগে (CFL 2025) ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সাদার্ন সমিতির বিরুদ্ধে প্রথম জয় পাওয়ার পর এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে (Sribhumi FC) ৩-১ গোলে হারিয়ে জয়রথ টিকিয়ে রাখল সাদা-কালো ব্রিগেড। বারাকপুর স্টেডিয়ামে বৃহস্পতিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল মেহরাজউদ্দিনের ছেলেদের।

পয়েন্ট তালিকায় বেশ কয়েক ধাপ এগিয়ে ছিল শ্রীভূমি। ফলে ম্যাচের আগে মহামেডানের জন্য চ্যালেঞ্জ ছিল বড়। কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন। ম্যাচের ১৮ মিনিটে শিবা মাণ্ডির দুর্দান্ত গোলে লিড নেয় মহামেডান। যদিও এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। পরের মিনিটেই অরিত্র ঘোষ গোল করে ম্যাচে শ্রীভূমিকে সমতায় ফেরান।

   

এরপর প্রথমার্ধে দুই দলই রক্ষণ এবং আক্রমণে ব্যালান্স রেখে খেললেও, গোলের দরজা খুলতে পারেনি কেউ। বেশ কিছু সুযোগ তৈরি হলেও তা থেকে গোল আদায় হয়নি। ফলে প্রথমার্ধের শেষে স্কোর লাইন দাঁড়ায় ১-১।

দ্বিতীয়ার্ধে ফের নতুন উদ্যমে মাঠে নামে দুই দল। বল দখলের লড়াই এবং আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে, অর্থাৎ ৭৮ মিনিটে লালথানকিমা গোল করে ফের মহামেডানকে এগিয়ে দেন।

Advertisements

খেলার অতিরিক্ত সময়ে শ্রীভূমির উপর চাপ বাড়িয়ে দেয় সাদা-কালো দল। একাধিক আক্রমণের ফল মেলে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। এডিসন সিংয়ের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নেয় মহামেডান স্পোর্টিং। এদিনের জয়ের ফলে মহামেডানের সংগ্রহ দাঁড়াল ৭ পয়েন্ট। গ্রুপ বি’তে নবম স্থানে উঠে এল তারা। এখনও পর্যন্ত ৩টি ম্যাচে দুটি জয় ও একটি ড্র করল ওয়াডুর দল।

অন্যদিকে কল্যাণী স্টেডিয়ামে দিনের আরেক চমক উপহার দেয় ভবানীপুর ক্লাব। লিগ টেবিলের শীর্ষে থাকা ইউনাইটেড কলকাতাকে ২-১ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় তারা। এছাড়া সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারিয়ে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে ইউনাইটেড এসসি। লিগের মাঝপথে ঢুকে পড়তেই জমে উঠেছে গ্রুপ বি। একের পর এক চমক, অপ্রত্যাশিত ফল এবং প্রত্যাবর্তনের গল্পে ভরপুর হয়ে উঠছে এবারের ঘরোয়া লিগ। আগামী ম্যাচগুলো যে আরও উত্তেজনা তৈরি করবে, তা বলাই বাহুল্য।

Mohammedan SC secures convincing 3-1 victory over Sribhumi FC in CFL 2025 at the Barrackpore Stadium