যাদবপুর কাণ্ডে হিন্দোলের নামে লুকআউট, ক্ষুব্ধ বাবা-মা

হিন্দোলের (Jadavpur case) বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিস নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাঁর বাবা-মা। বৃহস্পতিবার হিন্দোলের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর বাবা জানান, ‘হিন্দোলের বিরুদ্ধে লুকআউট নোটিস…

Jadavpur University

হিন্দোলের (Jadavpur case) বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিস নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাঁর বাবা-মা। বৃহস্পতিবার হিন্দোলের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর বাবা জানান, ‘হিন্দোলের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে সেই কেসের কোনও নোটিস আমরা পাইনি। ওই একই ঘটনায় অন্য একটি নোটিস দেওয়া হয়েছিল। সেই নোটিসে আমরা রিপ্লাই করেছি। কিন্তু ওই ঘটনার জন্য আরও একটি যে কেস আছে সেটা আমাদের জানানোও হয়নি এবং এর কোন নোটিসও পাইনি আমি।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি কলকাতা পুলিস ও গোয়েন্দা দফতরের সঙ্গে বিনা পারিশ্রমিকে আইটি সংক্রান্ত কাজে যুক্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নানা পরামর্শ দেন। “আমার ছেলের নামে হঠাৎ লুকআউট নোটিস কেন জারি হল, সেটা বুঝতে পারছি না,” মন্তব্য তাঁর। হিন্দোলের মা বলেন, ওই দিনের ঘটনায় তাঁর ছেলে মূলচক্রী হতে পারে—এ কথা তিনি বিশ্বাস করেন না।

   

বর্তমানে মাদাম কুরি ফেলোশিপে স্পেনে গবেষণা করছেন হিন্দোল। অভিযোগ, গত ১ মার্চ তৃণমূলপন্থী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সভায় যোগ দিতে ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলে অতি-বামপন্থী ছাত্ররা তাঁকে ঘিরে ধরেন। সেই সময় মন্ত্রীর গাড়ির সামনে ধাক্কাধাক্কি ও ভাঙচুর হয়, আহত হন ব্রাত্য বসুও। ছাত্রদের দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ি আগে এক ছাত্রকে ধাক্কা দিয়েছিল, তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়।

Advertisements

পুলিশের অভিযোগ, ঘটনার পর যাদবপুরের কয়েকজন ছাত্রকে গ্রেফতার করা হলে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে আসে যাদবপুরের প্রাক্তনী হিন্দোলের নাম। চ্যাটে নাকি তিনি স্পেন থেকে নির্দেশ দিয়েছিলেন, ব্রাত্য বসুকে ঘিরে ফেলতে হবে, তাঁর উপর হামলা করতে হবে, তাঁর গাড়িতে হামলা চালাতে হবে।