চলতি ডুরান্ড কাপে (Durand Cup) ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) চতুর্থ কোয়ার্টার ফাইনাল ঘিরে শহরে উৎসবের আবহ। ১৭ আগস্ট অর্থাৎ রবিবার সন্ধ্যা ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে কলকাতা ডার্বির (Kolkata Derby) মহারণ। তবে সেই ম্যাচ দেখার টিকিট ঘিরে সাধারণ সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ ও হতাশা।
ডুরান্ড কাপ আয়োজক কমিটি আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল ১১টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে BookMyShow মাধ্যমে। কিন্তু টিকিট বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সমস্ত টিকিট ‘সোল্ড আউট’ দেখাতে শুরু করে ওয়েবসাইট। বহু সমর্থক দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। এই অবস্থায় দুই দলের সমর্থকদের অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, বহু টিকিট আগে থেকেই ‘ব্লক’ করে রাখা হয়েছিল।
লড়াই মাঠে নয়, লাইনে? কয়েক মিনিটেই ডার্বির টিকিট হল ‘Gone’!
ডুরান্ড কিমিটির দেওয়া তথ্য অনুযায়ী, যুবভারতী ক্রীড়াঙ্গনের মোট দর্শকাসন ৬২,৪৪০। তার মধ্যে ৩৬,৪০৩টি টিকিট রাজ্য সরকার, আইএফএ, দুই ক্লাব এবং স্পনসরদের জন্য কমপ্লিমেন্টারি হিসেবে রাখা হয়েছে। টাইটেল স্পনসর ইন্ডিয়ানওয়েল ছাড়াও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া লিমিটেড, স্টার সিমেন্টের মতো সংস্থাগুলির জন্যও বরাদ্দ রয়েছে বিশেষ টিকিট।
বাকি যে টিকিটগুলি বিক্রির জন্য ছাড়া হয়েছে, তার মধ্যে ১৪,৯২৫ টিকিট ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি ও আইএফএ কিনে নিয়েছে বিক্রির উদ্দেশ্যে। সব মিলিয়ে সাধারণ দর্শকদের জন্য বিক্রির জন্য বরাদ্দ টিকিটের সংখ্যা দাঁড়ায় মাত্র ২৬,০৩৭টি।
এই টিকিটের মধ্যেও অনলাইন কোটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ায় বাকি আশা রয়েছে অফলাইন বিক্রির উপর। আয়োজক সংস্থা জানিয়েছে, আগামী ১৬ আগস্ট, শুক্রবার সকাল ১১টা থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের বক্স অফিস থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে।সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ দু’টি করে টিকিট কিনতে পারবেন। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে টিকিট বিক্রি হবে।
যাঁরা অনলাইনে টিকিট বুক করেছেন, তাঁদের জন্য টিকিট রিডেম্পশনের সুযোগ থাকছে ১৪, ১৬ এবং ১৭ আগস্ট, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিসে।
অনলাইনে টিকিট না পেয়ে অসংখ্য সমর্থক ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত কম সংখ্যক টিকিট সাধারণের জন্য কেন বরাদ্দ করা হল? ঐতিহ্যশালী টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচে এত বড় সংখ্যায় কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
তবে অনলাইনে হতাশা এলেও, এখন সবার চোখ ১৬ আগস্টের অফলাইন বিক্রির দিকে। দুই প্রধান ক্লাবের বক্স অফিসের সামনে লম্বা লাইন পড়বে বলেই অনুমান।
Durand Cup Organizing Committee releases ticket distribution details ahead of Kolkata Derby between Mohun Bagan SG vs East Bengal