মুর্শিদাবাদ: দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) বর্তমানে ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবির শ্যুটিং নিয়ে। জুন মাসে বীরভূমের বিভিন্ন এলাকায় রেকি শেষ করে এবার তিনি শান্তিনিকেতনসহ লাল মাটির অঞ্চলে শ্যুটিং করছেন। তবে শ্যুটিং চলাকালীন এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন, যা নিয়ে ফের শিরোনামে এলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী।
শান্তিনিকেতন থানায় অভিযোগ
শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা ও শিল্পী কমলকান্ত লাহা। তিনি বলেন, বুধবার ব্যবসার কাজে কোপাই গ্রাম থেকে ধর্মতলা যাওয়ার পথে তালতোড গ্রামে শ্যুটিং চলাকালীন তাঁকে নিরাপত্তা কর্মীরা প্রায় দশ মিনিট অপেক্ষা করাতে বাধ্য করেন। এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে মোটরবাইকের চাবি ও হেলমেট ছিনিয়ে নেওয়া হয়। এর পাশাপাশি নিরাপত্তা কর্মীরা তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি ও কুরুচিপূর্ণ ব্যবহার শুরু করেন।
সোনার আংটি উধাও Complaint Filed Against Arijit Singh
কমলকান্ত আরও অভিযোগ করেছেন, ধাক্কাধাক্কির সময় তাঁর হাতে থাকা একটি সোনার আংটি উধাও হয়। তিনি অত্যন্ত ভীত এবং চিন্তিত অবস্থায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শান্তিনিকেতন থানার একজন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অরিজিৎ সিংয়ের প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তি পায়নি। এই মুহূর্তে তিনি দ্বিতীয় ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। ছবির বিষয়বস্তু এবং অভিনয়শিল্পীদের নাম নিয়ে গায়ক ও তাঁর টিম মুখ কুলুপ এঁটেই রেখেছেন।
Entertainment: Arijit Singh, the popular singer, is in the news again after a local resident, Kamalkanta Laha, filed a police complaint against his security team during a movie shoot in Santiniketan, Birbhum. The complaint alleges obstruction and misconduct by the security personnel.