লড়াই মাঠে নয়, লাইনে? কয়েক মিনিটেই ডার্বির টিকিট হল ‘Gone’!

ডুরান্ড কাপ (Durand Cup) কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল এফসির (East Bengal) লড়াই নিয়ে এখন থেকেই চরম উন্মাদনায় ভাসছে কলকাতা।…

Mohun Bagan SG vs East Bengal in Kolkata Derby Ticket sold out of Durand Cup 2025

ডুরান্ড কাপ (Durand Cup) কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল এফসির (East Bengal) লড়াই নিয়ে এখন থেকেই চরম উন্মাদনায় ভাসছে কলকাতা। ১৭ আগস্ট, সন্ধ্যা ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই (Kolkata Derby) ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আর সেই ডার্বির টিকিটের (Kolkata Derby Ticket) জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অনলাইন প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়েছিলেন দুই প্রধানের হাজার হাজার সমর্থক। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে ‘সোল্ড আউট’ দেখিয়ে হতাশ করল আয়োজকরা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনলাইনে টিকিট বিক্রির কথা ঘোষণা করেছিল ডুরান্ড কমিটি। মোহনবাগান সমর্থকদের জন্য রাখা হয়েছিল বি-৩ এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ডি-৩ গ্যালারির টিকিট। কিন্তু দেখা যায়, টিকিট বিক্রির ওয়েবসাইট খোলার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।

   

সমর্থকদের অভিযোগ, আগে থেকেই বেশ কিছু টিকিট ‘ব্লক’ করা হয়েছিল। অতীতে ডুরান্ড ডার্বির ক্ষেত্রে কালোবাজারির অভিযোগ উঠেছে বহুবার। এবারও সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে যারা অনলাইনে টিকিট পাননি, তাদের জন্য আশার কথা হচ্ছে, মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকেও অফলাইন টিকিট বিক্রি হবে। শুক্রবার, ১৬ আগস্ট সকাল ১১টা থেকে এই বিক্রি শুরু হবে। একজন ব্যক্তি সর্বাধিক দু’টি টিকিট কিনতে পারবেন। এছাড়া, অনলাইন বুকিং করা সমর্থকরা মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে ১৪, ১৬ এবং ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে রিডেম্পশন করতে পারবেন।

এবারের ডুরান্ড কাপ নিয়ে নাটকের শেষ নেই। প্রাথমিক সূচি অনুযায়ী মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল জামশেদপুর এফসির সঙ্গে, আর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হতো ডায়মন্ড হারবার এফসি। কিন্তু শেষপর্যন্ত আয়োজকদের সিদ্ধান্তে কোয়ার্টার ফাইনালেই মেগা ডার্বির সূচি চূড়ান্ত হয়। সূত্রের খবর, দুই প্রধানই চাইছিল না সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হতে। তবে ফেডারেশন ও ডুরান্ড কমিটির সিদ্ধান্তে শেষপর্যন্ত ১৭ আগস্টেই যুবভারতীতে মাঠে নামছে দুই প্রধান।

Advertisements

এবারের ডুরান্ডে বাংলার তিনটি দল কোয়ার্টারে উঠেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। ইস্টবেঙ্গল দুর্দান্ত ফর্মে থেকে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে উঠে এসেছে। মোহনবাগানও অপরাজিত থেকে গ্রুপ শীর্ষে উঠেছে শেষ আটে। ডায়মন্ড হারবার উঠেছে দ্বিতীয় সেরা দল হিসেবে। ১৭ আগস্টই জামশেদপুরের বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার। অন্যদিকে, ১৬ আগস্ট প্রথম দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভি বনাম শিলং লাজং এবং নর্থইস্ট ইউনাইটেড বনাম বোডোল্যান্ড এফসি।

ডার্বির পরের দুই সেমিফাইনাল ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০ তারিখের সেমিফাইনাল হবে কলকাতাতেই। ফাইনালের দিন নির্ধারিত হয়েছে ২৩ আগস্ট, শনিবার।

Mohun Bagan SG vs East Bengal in Kolkata Derby Ticket sold out of Durand Cup 2025