ঘরোয়া ফুটবলে শোকের ছায়া, হৃদরোগে নিভে গেল তারকা কোচের জীবনপ্রদীপ

কলকাতা ময়দানের (Kolkata Football) অন্যতম প্রেরণাদায়ক এবং কঠোর পরিশ্রমী কোচ পার্থ সেন (Partha Sen) আর নেই। বৃহস্পতিবার সকালে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস…

In Kolkata Football Mamoni Group Pathachakra coach Partha Sen dies at heart attack

কলকাতা ময়দানের (Kolkata Football) অন্যতম প্রেরণাদায়ক এবং কঠোর পরিশ্রমী কোচ পার্থ সেন (Partha Sen) আর নেই। বৃহস্পতিবার সকালে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঠচক্রের এই প্রধান কোচ (Mamoni Group Pathachakra Coach)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

এদিন উত্তর ২৪ পরগনার শ্যামনগরে নিজের বাড়িতে একাই ছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে তাঁর ঘরের দরজা না খুললে সন্দেহ হয়। পরে ঘরে ঢুকে দেখা যায়, বিছানায় অচেতন অবস্থায় পড়ে রয়েছেন কোচ। তবে হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

   

কলকাতা লিগে পাঠচক্র দলের এই কোচ ছিলেন একেবারে অন্য ধারার মানুষ। বড় দলে কোচিং না করেও, ছোট দলকে কীভাবে সাফল্যের শিখরে তোলা যায়, তা দেখিয়েছিলেন পার্থ সেন। পাঠচক্রের মতো ছোট ক্লাবকে এবছর কলকাতা লিগে এনে দিয়েছিলেন নতুন উচ্চতা। ৮ ম্যাচে ৫টি জয়, ২টি হার ও একটি ড্র। সব মিলিয়ে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের ২ নম্বরে রয়েছে পাঠচক্র। ইস্টবেঙ্গল, মোহনবাগান মতো বড় দলের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করে নজর কেড়েছে তাঁর দল। এর নেপথ্যে ছিল কোচের কৌশলগত দূরদর্শিতা ও কঠোর পরিশ্রম।

পাঠচক্রের কর্ণধার ও মামণি গ্রুপের মালিক নাসিম আখতার বললেন, “ক্লাবটা আজ অভিভাবকহীন হয়ে গেল। পার্থদা শুধু কোচ ছিলেন না, ছিলেন আমাদের ছেলেদের জন্য এক অভিভাবক, পথপ্রদর্শক। সবসময় খেলোয়াড়দের স্বার্থে কথা বলতেন। টাকা-পয়সার প্রতি কোনও মোহ ছিল না, ফুটবলটাই ছিল তাঁর প্রাণ। একবার এক খেলোয়াড়ের বাড়ি ফেরার টাকা ছিল না, পার্থদা নিজের পকেট থেকে ৫০০ টাকা দিয়েছিলেন। এমন ঘটনা ময়দানে বিরল।”

Advertisements

আজকের দিনে যখন পেশাদার ফুটবলে টাকার ঝলকানি বড় হয়ে উঠছে, তখন পার্থ সেন ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র। ময়দানের অনেকেই তাঁকে ‘পাঁচজন ভালো লোকের একজন’ বলে সম্বোধন করতেন। শুধুমাত্র নিজের দলের জন্য নয়, গোটা কলকাতা ফুটবল মহলে তাঁর পরিচিতি ছিল এক অনাড়ম্বর অথচ প্রভাবশালী কোচ হিসেবে।

বৃহস্পতিবার সকালে পার্থ সেনের মৃত্যু সংবাদ পাওয়ার পর নাসিম আখতার হলদিয়া থেকে ছুটে আসেন। তিনি জানান, “আজই অনূর্ধ্ব-১৮ আই লিগের ট্রায়াল ছিল। পার্থদার সেখানে থাকার কথা ছিল। কিন্তু তার আগেই এমন দুঃসংবাদ এল। এটা শুধু পাঠচক্র নয়, গোটা ময়দানের জন্য অপূরণীয় ক্ষতি।”

In Kolkata Football Mamoni Group Pathachakra coach Partha Sen dies at heart attack