কেরালা ব্লাস্টার্সের এই প্রাক্তন ফুটবলারকে নিতে আগ্রহী এই ফুটবল ক্লাব

নয়া সিজনের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে ক্লাব গুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু…

Calicut FC Eyes Former Kerala Blasters Star Josu Currais for Super League Kerala

নয়া সিজনের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে ক্লাব গুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা অন্যান্য টুর্নামেন্ট। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে তৎপর ছিল প্রত্যেকেই। সেক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট এগিয়ে ছিল ইস্টবেঙ্গল থেকে শুরু করে মুম্বাই সিটি সহ প্রথম ডিভিশনের ক্লাব গুলি। তবে খুব একটা পিছিয়ে ছিল না বাকিরা। মূলত প্রিমিয়ার ডিভিশন লিগ অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ খেলা ফুটবলারদের দলে টানতে মরিয়া ছিল দেশের অন্যান্য ক্লাব গুলি।

সেক্ষেত্রে গত কয়েকদিনে বারংবার উঠে এসেছে ক্যালিকট এফসির (Calicut FC) নাম। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর সুপার লিগ কেরালার নতুন সিজনের কথা মাথায় রেখে এবার সেখানকার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলে যাওয়া এক স্প্যানিশ ফুটবলারকে দলে টানতে অনেকটাই এগিয়ে কালিকট ফুটবল দল। তিনি জোসু কুরেইস। বর্তমানে স্পেনের অতি পরিচিত ফুটবল ক্লাব এফসি এল স্কেলারের সঙ্গে যুক্ত রয়েছেন বত্রিশ বছর বয়সী এই লেফট উইঙ্গার। দলের হয়ে খেলে ফেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। শোনা যাচ্ছে এবার তাঁকেই চূড়ান্ত করার পথে ভারতের ফুটবল ক্লাব।

   
Advertisements

গত ২০১৫-২০১৬ মরসুমে পোল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব গর্নিক লেকজনা থেকে প্রথমবারের জন্য ভারতে খেলতে এসেছিলেন এই তারকা। যোগদান করেছিলেন কেরালা ব্লাস্টার্সে। পরের সিজনে আমেরিকার ফুটবল ক্লাবে যোগদান করলেও বছর কয়েক পরে ফের তাঁকে দলে ফিরিয়ে ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। দলের হয়ে যখনই সুযোগ পেয়েছিলেন নিজের সেরাটা মেলে ধরার চেষ্টা করেছিলেন এই তারকা। সেইসব দিক মাথায় রেখেই এবার তাঁকে দলে চূড়ান্ত করতে আগ্ৰহী কালিকট। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করতে পারে দক্ষিণের এই ফুটবল দল।