সল্টলেকে সিগন্যালে দাঁড়ানো বাইকে ধাক্কা গাড়ির, রেলিংয়ে পিষে মৃত্যু যুবকের

কলকাতা: বুধবার বিকেলের ব্যস্ত সময়ে সল্টলেকের ৮ নম্বর ব্রিজের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের…

Salt Lake car accident

কলকাতা: বুধবার বিকেলের ব্যস্ত সময়ে সল্টলেকের ৮ নম্বর ব্রিজের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের হিরন্ময়পুর গ্রামের বাসিন্দা সৌমেন মণ্ডল (পেশায় ডেলিভারি বয়)। পাশে দাঁড়িয়ে ছিল আরেকটি বাইক, এবং সামান্য পিছনে সাদা রঙের একটি চারচাকা। বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ পাশ থেকে সজোরে একটি কালো গাড়ি এসে ধাক্কা মারে সৌমেনের বাইকে। ধাক্কার জেরে তিনি সোজা গিয়ে ঠেকে রাস্তার ধারের রেলিংয়ে। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনে দাউদাউ করে পুড়ে যায় সবকিছু। অগ্নিদগ্ধ অবস্থায় সৌমেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি।

সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ছবি

বুধবার প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার ভয়াবহতা। ফুটেজে দেখা যায়, কালো রঙের গাড়িটি হঠাৎই দিকচ্যুত হয়ে সৌমেনের বাইকে ধাক্কা মেরে তাঁকে রেলিংয়ে পিষে দেয় এবং সঙ্গে সঙ্গেই গাড়িতে বিস্ফোরণ ঘটে।

   

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সময় থাকতেও পুলিশ কার্যকর উদ্যোগ নেয়নি, ফলে যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতের পরিবারও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। ক্ষোভে ফেটে পড়া জনতা পুলিশের দিকে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে জানা গিয়েছে। উত্তেজনা সামাল দিতে র‌্যাফ মোতায়েন হয়।

কাউকে গ্রেফতার করা যায়নি Salt Lake car accident

পুলিশ সূত্রে খবর, ঘটনায় অনিচ্ছাকৃত খুন, পুলিশের কাজে বাধা দেওয়া, ইটবৃষ্টি ও হামলার অভিযোগে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে প্রশ্ন তুলছে সৌমেনের পরিবার।

Advertisements

মাত্র কুড়ি বছরের সৌমেন সংসারের হাল ধরতেই ডেলিভারি বয়ের চাকরি নিয়েছিলেন। তাঁর বাবা তাপস মণ্ডল ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। হঠাৎ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

Kolkata City: A delivery boy named Somen Mondal was killed in a horrific car explosion near Salt Lake’s Bridge No. 8. CCTV footage captured the tragic accident. The incident sparked public outrage, with locals and family alleging police negligence.