বেঙ্গালুরু এফসির গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার রেনেডি সিং

গত ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা…

Renedy Singh

গত ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল সুনীল ব্রিগেড। পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ও ছিল জেরার্ড জারাগোজার ছেলেদের দাপট। মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে অতি সহজেই এসেছিল জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে দিয়েছিল সকল পরিসংখ্যান।

Also Read | দ্রাজিচ-সিভেরিওর গোলে এএফসি মঞ্চে এফসি গোয়ার উড়ান

সেই সুবাদে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু ট্রফি জয়ের এই ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল বাগান শিবির।সেই হতাশা কাটিয়ে এবারের এই নতুন সিজনে সাফল্য পাওয়ার পরিকল্পনা ছিল জিন্দালের এই ফুটবল দলের। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলে চূড়ান্ত করতে শুরু করেছিল একবারের আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু এবারের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে গত কয়েক মাস থেকেই দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমআরএ নবীকরণ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা এখনও চূড়ান্ত হয়নি।

   

Also Read | আল সীবকে হারিয়ে কী বললেন সন্দেশ ঝিঙ্গান?

যারফলে আগামী সিজনে আদৌও এই টুর্নামেন্ট আর আয়োজিত হবে কিনা আর হলেও সেটি দুইটি লেগে হবে কিনা সেই সম্পর্কে এখনও কোনও সঠিক ধারনা মেলেনি। যারফলে এমন পরিস্থিতিতে দল গঠনের কাজ ও অনেকটা পিছিয়ে গিয়েছে দেশের একাধিক ফুটবল ক্লাবের। এমনকি ফোর্স ম্যাজিউয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যেই সিনিয়র দলের ফুটবলারদের পাশাপাশি কোচ ও সাপোর্টিং স্টাফেদের আপাতত বেতন বন্ধ করার সিদ্ধান্ত ও উঠে এসেছে। যাদের মধ্যে রয়েছে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি‌। তবে সিনিয়র দলের সমস্ত কার্যকলাপ আপাতত স্থগিত থাকলেও জুনিয়র দলকে সক্রিয় রেখেছে ম্যানেজমেন্ট।

Advertisements

Also Read | চুক্তি সম্পন্ন! জয়ের অপেক্ষায় লাল-হলুদের অনুশীলন শিবির

বেঙ্গালুরু এফসির জুনিয়র দল নিয়েই উঠে আসলো নয়া তথ্য। এবার থেকে কর্নাটকের এই ফুটবল ক্লাবের রিজার্ভ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা রেনেডি সিং (Renedy Singh)। বছর কয়েক আগেই বেঙ্গালুরু দলে যোগ দিয়েছিলেন লাল-হলুদের এই প্রাক্তনী। তারপর থেকেই সিনিয়র দলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মনিপুরের এই তারকা। কিন্তু এবার নতুন দায়িত্ব। আইএসএলের শক্তিশালী এই ক্লাবের যুব দলের দায়িত্ব উঠল তাঁর হাতে। পূর্বে এই পদে আসীন ছিলেন বিবিয়ানো ফার্নান্দেজ। কিন্তু এখন ভারতের অনূর্ধ্ব ১৭ দলের দায়িত্ব পালন করছেন তিনি। সবদিক মাথায় রেখেই এবার রেনেডির উপর ভরসা রাখল সকলে‌।