চুক্তি সম্পন্ন! জয়ের অপেক্ষায় লাল-হলুদের অনুশীলন শিবির

এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক চমক দিয়ে এসেছে ইস্টবেঙ্গল (East Bengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট…

Joy Gupta Set to Join East Bengal Training Camp After Completing Transfer from FC Goa for ISL 2025

এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক চমক দিয়ে এসেছে ইস্টবেঙ্গল (East Bengal)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট চমক রেখেছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল ভারতীয় তারকা জয় গুপ্তার (Joy Gupta) নাম। উল্লেখ্য, গত জুলাই মাসের মাঝামাঝি সময় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর ইস্টবেঙ্গলে যোগদানের কথা ঘোষণা করেছিল গোয়া শিবির। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছেই। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার। তবে সবদিক মাথায় রেখেই তাঁকে দলে টানতে আগ্রহী ছিল একাধিক ফুটবল দল।

তবে প্রথমদিকে বাকিদের তুলনায় তাঁকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে সময় এগোনোর সাথে সাথেই এই ভারতীয় ফুটবলারকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছিল মশাল ব্রিগেড। সেটাই হয়েছিল শেষ পর্যন্ত। জানা গিয়েছিল যে প্রায় দেড় কোটি টাকার ও বেশি ট্রান্সফার ফি দিয়ে এই ভারতীয় ফুটবলারকে দলে টেনেছে অস্কার ব্রুজনের ফুটবল ক্লাব। তাঁর উপস্থিতি যে দলকে অনেকটাই শক্তিশালী করে তুলবে লাল-হলুদের রক্ষণভাগকে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে গত মরসুমে মানোলোর গোয়ার হয়ে নিজের প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারলেও এবার নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ।

   

Advertisements

কিন্তু কবে থেকে দলের অনুশীলনে যোগ দেবেন জাতীয় দলের এই ফুটবলার। সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে জানা গিয়েছিল জয় গুপ্তার ইস্টবেঙ্গলের জার্সি পড়া নিশ্চিত হয়ে গেলেও বাকি ছিল কিছু সই সাবুদ। যারফলে তাঁর যোগদানের কথা ঘোষণা করতে বেশকিছুটা সময় লাগছিল লাল-হলুদের। এছাড়াও কাগজপত্রর কাজ কিছু বাকি থাকায় জানা গিয়েছিল যে এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে তাঁকে মাঠে পাবেন না অস্কার ব্রুজন‌‌‌। যা কিছুটা হলেও হতাশ করেছিল সকল সমর্থকদের। তবে এবার সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় দলের এই তারকা ফুটবলারের সঙ্গে বর্তমানে চুক্তির সমস্ত কাজকর্ম সম্পন্ন করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। যারফলে এবার অনায়াসেই ইস্টবেঙ্গল ফুটবল দলের অনুশীলন শিবিরে যোগদান করতে পারবেন জয় গুপ্তা। এবার তাঁর আসার অপেক্ষায় আপামর ইস্টবেঙ্গল জনতা।