Sports News : কলকাতায় ব্রাত্য বাঙালি গোলের পর গোল করছেন দিল্লির ক্লাবের হয়ে

Sports News : ভারতের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে নজর কেড়েছিলেন। আলোচনা শুরু হয়েছিল অভিজিৎ সরকারকে। তিনি এখন (I League) দিল্লির সুদেভা (Sudeva Delhi) ফুটবল ক্লাবে।…

Sports News : কলকাতায় ব্রাত্য বাঙালি গোলের পর গোল করছেন দিল্লির ক্লাবের হয়ে

Sports News : ভারতের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে নজর কেড়েছিলেন। আলোচনা শুরু হয়েছিল অভিজিৎ সরকারকে। তিনি এখন (I League) দিল্লির সুদেভা (Sudeva Delhi) ফুটবল ক্লাবে। নিজ রাজ্যের কোনো দলে সুযোগ পাননি চলতি মরশুমে।

Advertisements

বছর বাইশের অভিজিৎ সরকার ব্যান্ডেলের ছেলে। আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেলতে ভালবাসেন। ভারতের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলেছিলেন ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত। দেশের হয়ে বয়স ভিত্তিক এই দলে অংশ নিয়েছিলেন একুশটি ম্যাচে। ইন্ডিয়ান অ্যারোজের হাত ধরে ক্লাব কেরিয়ারের সূত্রপাত। সেখান থেকে ২০১৮- ২০২১ মরশুমের জন্য সই করেছিলেন চেন্নাইয়ান ফুটবল ক্লাবে। একটি মাত্র ম্যাচ খেলেছিলেন সেখানে।

   

চেন্নাইয়ের ক্লাবে থাকলেও অধিকাংশ সময় তাঁকে লোনে পাঠানো হয়েছিল। পরবর্তীকালে ফের ইন্ডিয়ান অ্যারোজ এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নেমেছিলেন মাঠে। অ্যারোজের হয়ে গোল পেলেও অন্যান্য ক্লাবের হয়ে স্কোরশিটে নাম তুলতে পারছিলেন না অভিজিৎ।

Advertisements

দিল্লির সুদেভা এফসির হয়ে ইতিমধ্যে করে ফেলেছেন দু’টি গোল। চলতি আই লিগে দু’বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি।