Bangladesh: বেগমের খাস এলাকায় হাফ ডজন বাম প্রার্থী! পদ্মাপারের ভোটে আলোড়ন

রক্তাক্ত গণবিদ্রোহের পর বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের ঢাক বেজে গেছে। আগামী ফেব্রুয়ারিতে হবে নির্বাচন (Bangladesh National Election)। ‘পলাতক’ শেখ হাসিনা ভারতে আশ্রিত। আর প্রাক্তন প্রধানমন্ত্রী…

Bangladesh National Election

রক্তাক্ত গণবিদ্রোহের পর বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের ঢাক বেজে গেছে। আগামী ফেব্রুয়ারিতে হবে নির্বাচন (Bangladesh National Election)। ‘পলাতক’ শেখ হাসিনা ভারতে আশ্রিত। আর প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল ফের ক্ষমতার গন্ধ পেয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে। হাসিনা জমানায় বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের দাপট থাকলেও দেশটির বগুড়া অঞ্চল বরাবর বেগম খালেদা জিয়ার খাস এলাকা বলে পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে সেই এলাকার সব আসনে প্রার্থী দিয়ে চমক দিল বাম শিবির।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী ঘোষণা করেছে। মঙ্গলবার বগুড়া জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য শ্যামল বর্মন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

   

উল্লেখ্য বগুড়া বরাবর খালেদা জিয়ার দল বিএনপির ঘাঁটি। মোট সাতটি আসন আছে। এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন বেগম খালেদা জিয়ার আসন বলে পরিচিতি। ১৯৯০ সালের পর থেকেই তিনি এই আসন দুটিতে প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের জমানায় ভোট চুরির অভিযোগে খালেদা জিয়া পরপর দুটি জাতীয় নির্বাচনে দলকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেননি। প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি নির্বাচন বয়কট করার জেরে বিশ্ব জুড়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে সমালোচনা শুরু হয়েছিল।

তবে গতবছর রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বিপরীত। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তবে নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এমনই অবস্থান অন্তর্বর্তী সরকারের।

Advertisements

নজরকাড়া বগুড়ায় এবার খালেদা জিয়ার খাস দুটি আসনে বাসদ একজন নারী প্রার্থী দিয়েছে। বগুড়া-৬ আসনে আছেন অ্যাডভোকেট দিলরুবা নূরী এবং বগুড়া-৭ এর বাম প্রার্থী শহিদুল ইসলাম। বাকি আসনগুলিতেও প্রার্থী দিয়ে প্রচার শুরু করেছেন বাম সমর্থকরা।

উল্লেখ্য বাংলাদেশের অন্যতম প্রধান বামপন্থী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) একাধিক আসনে লড়াই করবে বলে জানা যাচ্ছে। তবে পলাতক শেখ হাসিনার ঘনিষ্ঠ বাম দল ওয়ার্কার্স পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জায়গায় নেই। এই দলটির হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশ থেকে পালানোর আগেই জেলে বন্দি হন।