আগামী ২২ আগস্ট কলকাতার মেট্রো (Kolkata Metro) পরিষেবায় একাধিক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। শুধু ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড–শিয়ালদহ অংশই নয়, একই দিনে চালু হতে পারে আরও দুটি গুরুত্বপূর্ণ মেট্রো রুট। রেলবোর্ড সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে কলকাতায় এসে এই তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন।
তিনটি রুটেই একসঙ্গে উদ্বোধন
প্রসঙ্গত, ২২ আগস্ট উদ্বোধন হতে পারে —
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশ
নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডর (রুবি–বেলেঘাটা অংশ)
নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রো রুট
শহরের গণপরিবহন ব্যবস্থায় এই তিনটি রুট একসঙ্গে চালু হলে যাত্রীদের যাতায়াতের সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে। বিশেষ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ সংযোগ চালু হলে দক্ষিণ, পূর্ব ও উত্তর কলকাতার মধ্যে দ্রুত যোগাযোগের পথ খুলে যাবে।
প্রস্তুতি পর্যালোচনায় রেলবোর্ড চেয়ারম্যান
মঙ্গলবার কলকাতায় এসে রেলবোর্ডের চেয়ারম্যান নিজে এই তিনটি প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা অংশের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি মেট্রোয় চড়ে ঘুরে দেখেন হাওড়া–শিয়ালদহ, বেলেঘাটা–রুবি, নোয়াপাড়া–বিমানবন্দর এবং এসপ্ল্যানেড–নোয়াপাড়া পর্যন্ত রুট। সূত্রের খবর, প্রস্তুতি দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং রেলমন্ত্রককে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। এরপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উদ্বোধনের চূড়ান্ত অনুমোদন এলেই তারিখ নির্ধারিত হবে।
রুবি–বেলেঘাটা রুটের বিশদ বিবরণ
নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ বহুদিন ধরেই প্রস্তুত অবস্থায় রয়েছে। সিআরএস অনুমোদনও দীর্ঘদিন আগে পাওয়া হয়ে গিয়েছে, কিন্তু চালু হয়নি। এবার সেই অংশ চালু হতে চলেছে বলেই খবর।
হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত স্টেশনগুলি হল:
রুবি (হেমন্ত মুখোপাধ্যায়)
ভিআইপি বাজার
ঋত্বিক ঘটক
বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি এলাকা)
বেলেঘাটা
অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি অংশের মধ্যে রয়েছে আরও পাঁচটি স্টেশন — কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুট চালু হলে এই লাইনে যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নোয়াপাড়া–বিমানবন্দর রুটের সম্ভাবনা
নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট চালু হলে উত্তর কলকাতা ও বিমানবন্দরের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সময় বাঁচবে অনেকটাই। এই রুটের কাজও প্রায় শেষ পর্যায়ে, এবং উদ্বোধনের প্রস্তুতি সবদিক থেকেই রাখা হচ্ছে।
শহরের জন্য বড় মাইলফলক
যাত্রীদের সুবিধা ও সময় সাশ্রয়ের ক্ষেত্রে এই তিনটি রুট চালু হওয়া একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। বিশেষজ্ঞদের মতে, ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলে হাওড়া–শিয়ালদহ সংযোগে বিপ্লব ঘটবে, আবার নিউ গড়িয়া–বিমানবন্দর রুট দক্ষিণ কলকাতা ও বিমানবন্দরকে আরও সহজে যুক্ত করবে। একই সঙ্গে নোয়াপাড়া–বিমানবন্দর রুট চালু হলে উত্তর দিক থেকেও বিমানবন্দরে দ্রুত পৌঁছনো সম্ভব হবে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও উদ্বোধনের চূড়ান্ত ঘোষণা না হলেও প্রস্তুতি সম্পূর্ণ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সঙ্কেত এলেই কলকাতার মেট্রো পরিষেবায় যুক্ত হবে এই তিনটি নতুন অধ্যায়।