আবারও বিস্ফোরক বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti)। এবার তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন ফর্টিস হাসপাতালের চিকিৎসক নারায়ণ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু ফোর্টিস হাসপাতাল নয় সোশ্যাল মিডিয়াতেও এই জনৈক চিকিৎসক বেশ পরিচিত। তরুণজ্যোতি অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কয়েকদিন আগে কিছু মারাত্মক অভিযোগ করেন নারায়ণের হাসপাতালের বিরুদ্ধে।
ঠিক তারপরেই ওই চিকিৎসককে দেখা যায় কুনাল ঘোষের অফিসে। এই বৈঠকের পরেই অভয়ার বাবা এবং মা কে তিনি মানসিক রোগী বলে উল্লেখ করেন। শুধু তাই নয় দেন সাইকোথেরাপির পরামর্শ। এই ঘটনার কটাক্ষ করে বিজেপি নেতা এবং আইনজীবী বলেছেন বন্ধু বন্ধুর পাশে না দাঁড়ালে কি করে হবে।
এই কটাক্ষের মধ্যে দিয়ে তিনি কুনাল এবং নারায়ণ বন্দোপাধ্যায়কে দুই বন্ধু বলেছেন এবং তিনি আরও অভিযোগ করেছেন যে কুনাল ঘোষের অফিসে গিয়ে হঠাৎ কি এমন পরিবর্তন হল যে অভয়ার মা বাবাকে একদম মানুষিক রোগী বানিয়ে দিলেন। এই কটাক্ষের পরেই রাজনৈতিক এবং সমালোচক মহলে উঠেছে বিতর্কের ঝড়।
অনেকেই বলছেন কুনাল নারায়ন বৈঠকে এমন কি হল যাতে এতো পরিচিত একজন চিকিৎসককে এই ধরণের মন্তব্য করতে হল। অনেকে বলেছেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তাঁর দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ।” সমলোকদের একাংশ প্রশ্ন তুলেছেন, “কুণাল ঘোষের অফিসে গিয়ে নারায়ণের মনোভাবের পরিবর্তন সন্দেহজনক।
এটি কি কোনও রাজনৈতিক চাপের ফল?” তরুণ জ্যোতি স্পষ্ট বলেছেন কন্যা হারা মা বাবা তারা দিশাহীন এবং কোথাও তারা ন্যায় বিচারপাচ্ছেন না কিন্তু তাদের হেনস্থা করতেও ছাড়ছেন না অনেকে। মঙ্গলবার পুলিশের লাঠি চার্জের বিরুদ্ধে এফআইআর করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় অভয়া পরিবারকে। বিভিন্ন থানায় থানায় ঘুরে ঘুরেও মেলেনি সহযোগিতা।
বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া টলিউডে
তার উপর কুনাল ঘোষ অভয়া পরিবারকে ধরিয়েছেন আইনি চিঠি। সবমিলিয়ে অভয়া পরিবারকে কোনঠাসা করতে চাইছে সরকার এমনটাই অভিযোগ তরুণ জ্যোতির। তবে তিনি কটাক্ষ করে নারায়ন বন্দোপাধ্যায় কে বলেছেন যে একজন চিকিৎসকের পক্ষে এই ধরণের মন্তব্য অত্যন্ত কুরুচিকর এবং নিন্দনীয়। তার সঙ্গে তিনি এও প্রশ্ন তুলেছেন যে কুনাল ঘোষের সঙ্গে বন্ধুত্বের জেরে নাকি সরকারি চাপে পরে এই ধরণের মন্তব্য করতে বাধ্য হয়েছেন তিনি।