কলকাতার গঙ্গোপাধ্যায় পরিবারে ফের নেমে এসেছে উৎকণ্ঠার ছায়া। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং ক্রিকেট প্রশাসক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তাঁকে বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ৭৬ বছর বয়সী নিরুপা দেবী মূত্রনালির সংক্রমণে (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন) ভুগছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
গত কয়েকদিন ধরেই তাঁর শরীরে অসুস্থতার নানা উপসর্গ দেখা দিচ্ছিল—জ্বর, গলা ব্যথা, দুর্বলতা ও ক্ষুধামান্দ্য। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই ওষুধ চলছিল, কিন্তু অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, সমস্যার মূল কারণ হল মূত্রনালির সংক্রমণ।
ঘটনার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন গার্ডেন্সে ছিলেন। মায়ের অসুস্থতার খবর পাওয়া মাত্রই তিনি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে যান। হাসপাতালের শয্যাপাশে উপস্থিত ছিলেন সৌরভের স্ত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং ছোট ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। স্নেহাশিসের স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায় কর্মসূত্রে বিলাসপুরে থাকলেও ফোনে যোগাযোগ রেখে পরিবারের পাশে রয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে উদ্বেগের কিছু নেই, চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে নিরুপা দেবীর অবস্থা স্থিতিশীল। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক চিকিৎসা শুরু হয়েছে। নিয়মিত ব্লাড প্রেসার, হার্টবিট এবং অন্যান্য শারীরিক সূচক পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকেরা আশা করছেন, দু’তিন দিনের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যেতে পারে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে নিরুপা দেবী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এরপর গত বছর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে টানা ১৭ দিন হাসপাতালে কাটিয়েছিলেন তিনি। সেই সময় হাসপাতালের বিছানাতেই তাঁর জন্মদিন পালন করেছিলেন ছেলে সৌরভ। ফলে বারবার শারীরিক জটিলতায় পড়ায় পরিবারে উদ্বেগ স্বাভাবিকভাবেই বেড়েছে।
গঙ্গোপাধ্যায় পরিবার কলকাতার ক্রীড়া ও সাংস্কৃতিক মহলে সুপরিচিত। সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু ক্রিকেটার হিসেবেই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও জনপ্রিয়। অন্যদিকে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। পরিবারের সুস্থতা নিয়ে বহু মানুষেরই আগ্রহ রয়েছে, তাই নিরুপা দেবীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শুভানুধ্যায়ী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিরুপা দেবীর স্বাস্থ্য সংক্রান্ত সব আপডেট পরিবারকে জানানো হচ্ছে এবং সংবাদমাধ্যমকেও প্রয়োজনে অবহিত করা হবে। আপাতত চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে রাখছেন এবং নিয়মিত মেডিক্যাল টেস্ট করে পর্যবেক্ষণ করছেন।
গঙ্গোপাধ্যায় পরিবারের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এই মুহূর্তে তাঁদের একমাত্র লক্ষ্য নিরুপা দেবীর দ্রুত আরোগ্য। সৌরভ, ডোনা ও স্নেহাশিস হাসপাতালেই অধিকাংশ সময় কাটাচ্ছেন এবং চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করছেন। পরিবারের সদস্যরা বিশ্বাস রাখছেন, অতীতের মতো এবারও নিরুপা দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।