জামিলকে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ কিবু ভিকুনার, ছন্দে ফিরবে নর্থইস্ট?

কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালের ম্যাচ সূচি। গত কয়েকদিন ধরে টুর্নামেন্টের এই পর্বের ম্যাচ সূচি নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা…

Kibu Vicuna

কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালের ম্যাচ সূচি। গত কয়েকদিন ধরে টুর্নামেন্টের এই পর্বের ম্যাচ সূচি নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল দেশের সকল ফুটবলপ্রেমীদের মধ্যে। কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল দলের প্রতিপক্ষ কারা হবে সেই নিয়ে যথেষ্ট সরগরম ছিল শহর কলকাতা। এছাড়াও বাংলার আরেক শক্তিশালী ফুটবল দল তথা ডায়মন্ড হারবার এফসির প্রতিপক্ষ নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। একটা সময় মনে করা হচ্ছিল ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ হিসেবে হয়তো দেখা যাবে অস্কার ব্রুজোর দলকে। কিন্তু না শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ময়দানে দুই শক্তিশালী ফুটবল দল তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

অন্যদিকে, প্রথমবারের মতো ডুরান্ড কাপ খেলতে আসা ডায়মন্ড হারবার এফসিকে এবার লড়াই করতে হবে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে। আগামী রবিবার জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলতে নামবেন লুকা মাজসেনরা। সেইমতো খেলোয়াড়দের প্রস্তুত করবেন কিবু স্যার। বলাবাহুল্য, গতবারের অনবদ্য পারফরম্যান্সের পর এবার প্রথম থেকেই দারুন ছন্দে ধরা দিয়েছে বাংলার এই দল। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা হারিয়ে দিয়েছিল বিএসএফ দলকে। মোহনবাগান ম্যাচে পরাজিত হতে হলেও সেই হতাশা কাটিয়ে জামশেদপুরকে তাঁদের ঘরের মাঠে হারতে চাইবেন ক্লেটন সিলভেইরা দা সিলভা’রা। কলকাতা ময়দানের দুই প্রধানের পাশাপাশি এই ম্যাচের দিকে ও নজর থাকবে সকলের।

   

Advertisements

পাশাপাশি গত ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স ভুলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইবে নর্থইস্ট ইউনাইটেড। শেষ সিজনে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মোহনবাগানকে টেক্কা দিয়ে এই খেতাব ছিনিয়ে নিয়েছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। এবার ও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইবেন বেনালি। উল্লেখ্য, গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে রাংদাজিয়েদ এফসির বিপক্ষে পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল ম্যাকারটন লুইসরা। দলের এমন পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না স্প্যানিশ কোচ। এবার আগামী ১৬ই আগস্ট কোঝিকোড়ে বোদো ল্যান্ড এফসির বিপক্ষে খেলতে নামবে পাহাড়ের এই শক্তিশালী ফুটবল ক্লাব।

এছাড়াও আগামী শনিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল খেলবে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব শিলং লাজং এফসি। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান নেভি দল। এই ম্যাচে প্রতিপক্ষ দলকে সহজে হারিয়ে সেমিফাইনালে স্থান করে নিতে চাইবে শিলং লাজং।