মমতার পরিকল্পনায় ফিরহাদের উদ্যোগ, SWM-এ নতুন যুগের সূচনা

শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি যুক্ত ১৯টি নতুন গাড়ি চালু করল বিধাননগর পুরনিগম (Bidhannagar municipality)। মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে গাড়িগুলির উদ্বোধন…

firhad hakim minority remarks

শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি যুক্ত ১৯টি নতুন গাড়ি চালু করল বিধাননগর পুরনিগম (Bidhannagar municipality)। মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানে গাড়িগুলির উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা।

দীর্ঘদিন ধরে শহরের রাস্তায় আবর্জনা পড়ে থাকার সমস্যা সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ফিরহাদ হাকিম জানান, “শহরগুলিকে আধুনিক করতে মডার্ন SWM (Solid Waste Management) সিস্টেম গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী বহু অর্থ বরাদ্দ করেছেন। তারই অংশ হিসেবে এই নতুন গাড়িগুলি চালু করা হল। আধুনিক প্রযুক্তির সাহায্যে শহরকে পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হবে।”

   

তিনি আরও জানান, পাথরঘাটা অঞ্চলে বর্জ্য নিষ্কাশনের জন্য বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। ভবিষ্যতে বিধাননগর, সেক্টর ফাইভ, রাজারহাট-নিউটাউনের মতো এলাকাগুলির অতিরিক্ত বর্জ্য পাথরঘাটাতেই প্রক্রিয়াকরণ করা হবে। তাঁর কথায়, “এমন ব্যবস্থা করা হচ্ছে, যেখানে আগামী ৩০ বছরেও বর্জ্য সংক্রান্ত কোনও সমস্যা হবে না।”

Advertisements

চেয়ারম্যান সব্যসাচী দত্তের মতে, নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি পুরসভার কাজকে আরও দক্ষ করবে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্দিষ্ট সময়ে ও স্থানে বর্জ্য ফেলতে হবে, কারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনও প্রকল্প সফল হয় না।

পুরসভার আশা, এই নতুন ব্যবস্থার ফলে বিধাননগরের রাস্তাঘাট আরও পরিচ্ছন্ন হবে এবং পরিবেশ সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।