এশিয়া কাপে ভারতীয় স্কোয়াড থেকে বাদ ৯ তারকা! তালিকায় কে কে?

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) শুরু হতে চলেছে ৯ সেপ্টেম্বর। আর তার আগেই চরম উত্তেজনা ভারতীয় ক্রিকেট মহলে (Indian Cricket Team)। খুব শীঘ্রই ভারতীয়…

Indian Cricket Team 9 star cricketer like to dropped form Asia Cup 2025 squad

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) শুরু হতে চলেছে ৯ সেপ্টেম্বর। আর তার আগেই চরম উত্তেজনা ভারতীয় ক্রিকেট মহলে (Indian Cricket Team)। খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ঘোষণা করতে চলেছে এশিয়া কাপ স্কোয়াড। তবে, এই দল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কারণ, পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন একঝাঁক পরিচিত মুখ? যাঁরা এক সময় দলের অপরিহার্য ছিলেন। সম্ভাব্য তালিকায় রয়েছেন ৯ জন ‘তারকা’ ক্রিকেটার, যাঁদের বাদ পড়া রীতিমতো চমকে দিতে পারে ক্রিকেট মহলকে।

সবচেয়ে বড় চমক অভিষেক শর্মার উত্থান। তাঁর দাপুটে ফর্মে দলের ওপেনিংয়ে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে যশস্বী জয়সওয়ালের পক্ষে। অন্যদিকে, কেএল রাহুল, যিনি ২০২২ সালের নভেম্বরের পর টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলেননি, তাঁকেও স্কোয়াডে না রাখার সম্ভাবনা প্রবল।

   

বোলিং বিভাগেও বড়সড় পরিবর্তনের আভাস। মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি দু’জনেই আইপিএলে ফর্মে না থাকার খেসারত দিতে চলেছেন। সিরাজ শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে। শামির পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করেনি। ফলে এশিয়া কাপের দলে থাকছেন না বলেই মনে করা হচ্ছে।

স্পিন বিভাগেও রদবদল। রবি বিষ্ণোইকে ছাপিয়ে গিয়েছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করায় বরুণের দলে থাকা প্রায় নিশ্চিত, ফলে বিষ্ণোইয়ের ফেরা কঠিন।

ব্যাটিং লাইনে শ্রেয়াস আইয়ারও বাদ পড়ছেন বলে ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর ২০২৩ শেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। কিন্তু মিডল অর্ডারে জায়গা দখল করে ফেলেছেন সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া।

Advertisements

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ঋষভ পন্থ পায়ের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না। একইভাবে, তরুণ প্রতিভা নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটে ছিটকে গিয়েছেন। এখনও পর্যন্ত তাঁর ফিটনেস নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

আইপিএল ২০২৫ অরেঞ্জ ক্যাপ জয়ী সাই সুদর্শনও স্কোয়াডে জায়গা পাবেন কি না, তা নিয়েও প্রশ্ন। স্যামসন ও অভিষেক শর্মার উপস্থিতিতে তাঁর এশিয়া কাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শুভমান গিল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও অভিষেক শর্মা, এই নামগুলো এবারের স্কোয়াডের সম্ভাব্য স্তম্ভ হতে চলেছে। তরুণ ও অভিজ্ঞদের মেলবন্ধনে তৈরি হতে চলেছে নতুন ভারত। এসবের মধ্যেও এশিয়া কাপ যেন ভারতীয় দলে ‘নতুন যুগের সূচনা’ হয়ে ওঠে, এমনটাই চাইছে দল নির্বাচকরা।

Indian Cricket Team 9 star cricketer like to dropped form Asia Cup 2025 squad