এক সপ্তাহের ব্যবধানে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেব মমতা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

কলকাতা: গত সোমবার মন্ত্রিসবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর এক সপ্তাহের মধ্যেই ফের মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ আগস্ট বিকেল চারটায় নবান্নে বসবে…

Mamata warnes BJP

কলকাতা: গত সোমবার মন্ত্রিসবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর এক সপ্তাহের মধ্যেই ফের মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ আগস্ট বিকেল চারটায় নবান্নে বসবে মন্ত্রিসভার এই বৈঠক, যার ঘোষণা মঙ্গলবার সকালে মুখ্যসচিব মনোজ পন্থের মাধ্যমে প্রকাশ করা হয়েছে (Mamata Banerjee Cabinet Meeting)।

সাধারণত মন্ত্রিসভার বৈঠকের মধ্যে ১০ থেকে ১৪ দিনের ব্যবধান থাকে, তবে সোমবারের বৈঠকের মাত্র সাত দিন পরেই পরবর্তী বৈঠক ডাকার কারণ নিয়ে নবান্নে তৈরি হয়েছে কৌতূহল। সোমবারের বৈঠকে ‘দুর্গা অঙ্গন’ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, কলকাতায় ছোট জমিতে বাড়ি তৈরির নীতি ও শালবনীতে জোড়া বিদ্যুৎকেন্দ্র অনুমোদনের মতো একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

নবান্নের অভ্যন্তরীণ সূত্রের খবর, এই হঠাৎ তাড়াহুড়োর পেছনে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাত, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা, বাংলাভাষী ব্যক্তিদের লক্ষ্য করে সৃষ্ট আক্রমণের অভিযোগসহ রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে। এই বিষয়গুলি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রবল।

Advertisements

অতএব, রাজ্যের রাজনীতির উত্তাপের মধ্যেই মুখ্যমন্ত্রীর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বার্তা নিয়ে আসছে নবান্নের এই বিশেষ বৈঠক।