প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুন: মহ সেলিম

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের (RG Kar Murder Case) অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদে তৈরি অভয়া মঞ্চ সিপিআইএমের হয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন…

CPM Leader Mohammed Salim Raises Concern Over Minority Rights

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের (RG Kar Murder Case) অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদে তৈরি অভয়া মঞ্চ সিপিআইএমের হয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন মৃতের বাবা-মা। সেই অভিযোগের সরাসরি জবাব না দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ওই চিকিৎসকে ধর্ষণ করে খুন করা হয়েছিল।

সামাজিক মাধ্যমে সেলিম লিখেছেন, ” পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই আর . জি কর হাসপাতালে চিকিৎসককে ধ*র্ষণ করে খু*ন করা হয়েছে। …” তিনি সরাসরি ক্ষমতাসীন দল তৃণমূলকে নিশানা করেছেন।

   

ওই চিকিৎসকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে স্বাধীনতা দিবসের আগের রাতে ফের রাতদখল কর্মসূচির বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল। গতবছরের মতো এবারও রাজ্য জুড়ে রাতদখল কর্মসূচি হবে বলে জানা যাচ্ছে। কলকাতাসহ সব জেলাসদর, মফস্বল ও গ্রামে হবে প্রতিবাদ।

তবে মৃত চিকিৎসকের সঙ্গে বিরোধী দলনেতা ও বিজেপির নতুন সংযোগ ঘিরেও প্রশ্ন উঠছে। বাম সমর্থকরা মনে করিয়ে দিয়েছেন, সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে শবদেহ বহনকারী গাড়ি আটকে রাখা হয়েছিল তাই দেহ লোপাট করা সম্ভব হয়নি। তাদের প্রশ্ন, এরপরও ওই চিকিৎসকের বাবা-মা কী করে বাম সমালোচনা করেন।

Advertisements

আরজি করের নির্যাতিতার পরিবারের বিজেপি সংযোগের অভিযোগ তুলেছেন তৃ়নমূল কংগ্রেস মুখপা্ক কুণাল ঘোষ। তার কটাক্ষ, সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি।উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান।

আরজি কর কান্ডের প্রতিবাদে সামিল মৃত চিকিৎসকের মায়ের মাথায় আঘাতের ছবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাতের ছবি পাশাপাশি দিয়ে বিরোধী দলনেতা-বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কটাক্ষ, “কোনটা আসল, কোনটা নকল বাংলার জনগণ সব বোঝে।”