‘অর্ধেক দুনিয়াকে নিয়েই ডুবব’, আমেরিকা থেকে ভারতকে পারমাণবিক হামলার হুমকি মুনিরের

মার্কিন ভূখণ্ডে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে প্রকাশ্য পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। টাম্পায় ব্যবসায়ী ও সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত ব্ল্যাক-টাই…

munir threatens india nuclear attack

মার্কিন ভূখণ্ডে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে প্রকাশ্য পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। টাম্পায় ব্যবসায়ী ও সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত ব্ল্যাক-টাই ডিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি সতর্ক করে বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তবে অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়ে যাব।”
বিশেষজ্ঞদের মতে, এটাই প্রথমবার, যখন মার্কিন মাটি থেকে তৃতীয় দেশের বিরুদ্ধে প্রকাশ্যে এমন পারমাণবিক হুমকি উচ্চারিত হয়েছে (munir threatens india nuclear attack)।

সিন্ধু নদী নিয়ে ক্ষেপণাস্ত্রের হুমকি

মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমেরিকা সফরে এসে মুনির ফের সরাসরি ভারতকে নিশানা করেন। সিন্ধু নদীর জল নিয়ে মন্তব্যে তিনি বলেন, “ভারত যদি বাঁধ তৈরি করে, আমরা সেটি দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ।”

   

‘মার্সিডিজ বনাম ডাম্প ট্রাক’ উপমা

টাম্পায় পাকিস্তানি প্রবাসীদের এক অনুষ্ঠানে ভারত-পাকিস্তান তুলনা করতে গিয়ে মুনির বলেন, “ভারত যেন হাইওয়েতে ছুটে চলা এক চকচকে মার্সিডিজ, আর আমরা কাঁকর বোঝাই ডাম্প ট্রাক। যদি ট্রাকটি গাড়িটিকে ধাক্কা মারে, শেষমেশ ক্ষতিগ্রস্ত হবে কে?”
তিনি অভিযোগ করেন, ভারত নিজেকে বিশ্বনেতা হিসেবে তুলে ধরতে চাইলেও বাস্তবে তার চিত্র ভিন্ন। কানাডায় শিখ নেতার হত্যাকাণ্ড, কাতারে আট ভারতীয় নৌ-অফিসারের গ্রেপ্তার এবং কুলভূষণ যাদব মামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এগুলি ভারতের আন্তর্জাতিক সন্ত্রাসে জড়িত থাকার ‘অকাট্য প্রমাণ’।

মার্কিন সামরিক নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক আলাপ

টাম্পায় মুনির অংশ নেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী প্রধান জেনারেল মাইকেল কুরিলার অবসর অনুষ্ঠান ও নতুন প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে। কুরিলার নেতৃত্বে মার্কিন-পাকিস্তান সামরিক সম্পর্কের উন্নতিতে তাঁর অবদানকে তিনি প্রশংসা করেন এবং কুপারকে যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্যের শুভেচ্ছা জানান।

Advertisements

এছাড়া, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে বৈঠক করে মুনির তাঁকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

এর আগে, গত জুনে বিরল পাঁচ দিনের মার্কিন সফরে মুনির প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মধ্যাহ্নভোজে মিলিত হন। সেই বৈঠকের পরই উভয় দেশের মধ্যে তেল চুক্তিসহ সহযোগিতা বৃদ্ধির ঘোষণা আসে। সম্প্রতি এক মার্কিন জেনারেল পাকিস্তানকে ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অসাধারণ অংশীদার’ আখ্যা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় তার ভূমিকার প্রশংসা করেন।