লাল-হলুদের হয়ে গোল করে কী বললেন বিপিনবাবু?

গত রবিবার ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স দল। সম্পূর্ণ সময়ের শেষে পাঁচ গোলের ব্যবধানে…

Bipin Singh Shares Joy of Scoring for East Bengal in Durand Cup

গত রবিবার ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স দল। সম্পূর্ণ সময়ের শেষে পাঁচ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় অস্কার ব্রুজোর ছেলেরা। এদিন দলের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নিজের দ্বিতীয় গোল করে যান মরোক্কান তারকা হামিদ আহদাদ। এছাড়াও এদিন গোল পেয়েছেন প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদ ও সাউল ক্রেসপো। এই পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে তিন বিদেশি ফুটবলারের। তবে শুধুমাত্র বিদেশি নয় পাল্লা দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে দেশীয় ব্রিগেড‌।

ডুরান্ড কাপে নিজের দ্বিতীয় গোল করেছেন জাতীয় দলের তারকা ফুটবলার বিপিন সিং (Bipin Singh)। এছাড়াও গোল পেয়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি‌। যারফলে অনবদ্য ফলাফলের মধ্য দিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে মশাল ব্রিগেড। এখন এই ম্যাচের জন্যই দলের সকল ফুটবলারদের প্রস্তুত করবেন ইস্টবেঙ্গল কোচ। তবে প্রতিপক্ষ যেই আসুক ফুটবলাররা যে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং সুযোগ বুঝে গোল করবে ম্যাচ শেষে কিশোর ভারতী ছাড়া সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানিয়ে গেছেন অস্কার। পাশাপাশি ইস্টবেঙ্গলের মতো বড় দলের খেলার স্বপ্ন যে ছোটবেলা থেকেই ছিল, সেকথা জানিয়ে যান বিপিন সিং।

   

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার সব সময় স্বপ্ন ছিল বড় ক্লাবের হয়ে খেলার‌। সেটা সত্যি হয়েছে। আমি দলের হয়ে প্রথম ম্যাচে গোল করেছিলাম। তারপর এই ম্যাচে ও গোল পেয়েছি। দলের হয়ে নিজের সেরাটা দিতে পেরেছি। সেই নিয়ে যথেষ্ট ভালো লাগছে। পরবর্তী ম্যাচ গুলিতে ও ভালো খেলার চেষ্টা করব। কোয়ার্টার ফাইনাল হোক, সেমিফাইনাল হোক কিংবা ফাইনাল আমরা এভাবেই খেলার চেষ্টা করব। সব ম্যাচেই জেতার চেষ্টা করব।”

Advertisements

তবে দলের ফুটবলাররা যে এদিন যে সমস্ত সহজ সুযোগ নষ্ট করেছেন সেই প্রসঙ্গে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” এগুলি সমস্ত কিছু ম্যাচের অঙ্গ। যেকোনো ফুটবলারের সাথেই এটা হতে পারে। তবে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। সেখান থেকে গোল এসেছে। পরের ম্যাচ ও এভাবেই খেলার লক্ষ্য রয়েছে।” উল্লেখ্য, গত মরসুমে মুম্বাই সিটি এফসির হয়ে খুব একটা ভালো পারফরম্যান্স না করতে পারলেও এবার নিজের হারানো ছন্দ ফেরানোর লক্ষ্য এই ফুটবলারের।