আরজি কর কাণ্ডে একাধিক ব্যক্তির জড়িত থাকার দাবি তুললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হন এই মামলার নির্যাতিতার মা। সেই প্রসঙ্গে রবিবার চিরঞ্জিত জানান, অভিযানে যাঁরা নির্যাতিতার মাকে নিয়ে গিয়েছিলেন, তাঁরা যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি, ঘটনাটির তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চিরঞ্জিত বলেন, ‘এ ধরনের ঘৃণ্যতম ঘটনার সঠিক বিচার অবশ্যই হওয়া উচিত। কারণ আমিও মনে করছি সঠিক ভাবে তদন্ত হয়নি। এই ঘটনায় একা কেউ অভিযুক্ত নয়। তদন্ত আরও সুস্পষ্ট হওয়া উচিত। সিবিআইয়ের যথেষ্ট গাফিলতি আছে বলে আমি মনে করি।’
প্রসঙ্গত, ঘটনার এক বছর হওয়ায় নির্যাতিতার মা–বাবা নবান্ন অভিযানের ডাক দেন। সেই অভিযানে গিয়েই পুলিশের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের মাথায় চোট লাগে এবং তাঁর শাঁখা–পলা ভেঙে যায়। ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দেন চিরঞ্জিত।
এই প্রসঙ্গে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পিকলু শর্মা বলেন, ‘উনি না জেনে এমন বলছেন। এই অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবাই। আমরা দলীয় পতাকা ছাড়া সাধারণ নাগরিক হিসেবে ওখানে গিয়েছিলাম। সেখানে ওদের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে। এ সব না বলে নিজের বিধানসভায় নজর দিক বিধায়ক।’