ভারতের স্মার্টফোন বাজারে খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে চলেছে Oppo-র নতুন ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন Oppo Find X9। যারা একটি শক্তিশালী ও ভবিষ্যতমুখী স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে এক দুর্দান্ত বিকল্প। ফোনটিতে থাকছে বড়সড় AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর ফলে স্ক্রলিং, গেমিং কিংবা ভিডিও স্ট্রিমিং — সবকিছু হবে আরও স্মুথ এবং রেসপন্সিভ।
Oppo Find X9: শক্তিশালী প্রসেসর ও গেমিং পারফরম্যান্স
Oppo Find X9-এ পারফরম্যান্সের দায়িত্বে থাকবে MediaTek Dimensity 9500 অথবা Snapdragon 8 Gen 3 চিপসেট। দুটি-ই শীর্ষস্থানীয় প্রসেসর, যা হাই-এন্ড গেমিং এবং কনটেন্ট ক্রিয়েশনের জন্য উপযুক্ত। ফলে ইউজাররা সহজেই হাই গ্রাফিক্স গেম খেলতে পারবেন এবং 4K ভিডিও এডিট করতেও কোনো সমস্যা হবে না।
মাত্র 6300 টাকায় 8GB RAM ও 50MP ক্যামেরার itel A80, মিলবে 5000mAh ব্যাটারি
ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই ফোনটি হবে অসাধারণ। Oppo Find X9-এ থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। উভয় দিকের ক্যামেরাই 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে, যা ইউজারদের আলাদা করে ক্যামেরা কেনার প্রয়োজনীয়তা কমিয়ে দেবে।
বাজারের চাহিদা মাথায় রেখে Oppo Find X9-এ দেওয়া হতে পারে ৫৫০০mAh থেকে ৬৭০০mAh ক্ষমতার ব্যাটারি। এর সঙ্গে থাকবে ৮০ ওয়াট থেকে ১৫০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট, যা অল্প সময়েই ফোনটি চার্জ করতে সক্ষম হবে। ফোনটি চলবে Android 15-এ এবং এর সঙ্গে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও অ্যাডভান্সড ফেস লক সুবিধা। সিকিউরিটির দিক থেকে এটি হবে আরও আধুনিক ও নিরাপদ।
লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম
Find X9 ফোনটির লঞ্চ ভারতের বাজারে অক্টোবর ২০২৫-এ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা হয়নি, তাই এটি ডিসেম্বর ২০২৫-এর মধ্যেও লঞ্চ হতে পারে। দাম সম্পর্কে এখনই নিশ্চিত কিছু জানা না গেলেও, ধারণা করা হচ্ছে এটি ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা রেঞ্জে পাওয়া যাবে। প্রসঙ্গত, আপনার যদি সর্বাধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত ক্যামেরা সমৃদ্ধ একটি প্রিমিয়াম স্মার্টফোনের প্রয়োজন হয়, তাহলে Oppo Find X9 নিঃসন্দেহে হতে পারে সেরা পছন্দ।