একদিকে আরজি কর হাসপাতালকাণ্ডের এক বছর পূর্তিতে কলকাতার রাস্তায় মানুষের ঢল, আর ঠিক সেই দিনেই ওড়িশায় ফের হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল এক কর্তব্যরত নার্সের দেহ। শনিবার ভুবনেশ্বরের (Bhubaneswar) একটি হাসপাতালের শৌচাগার থেকে তরুণী নার্সের মরদেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানা গেছে, রাখি উপলক্ষে সেদিনই বাড়ি ফেরার কথা ছিল তাঁর। মাত্র কয়েক ঘণ্টা আগে ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল, তারপরেই এই মর্মান্তিক ঘটনা।
পুলিশ জানায়, নার্সের হাতের তালুর পিছনে একটি সূচ ঢোকানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ধারণা, ইঞ্জেকশনের মাধ্যমে কোনও বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করানো হয়েছিল। তবে এটি আত্মহত্যা নাকি খুন—তা এখনও নিশ্চিত নয়।
মৃতার পরিবারের অভিযোগ, মৃত্যুর খবর জানাতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় দুই ঘণ্টা দেরি করেছে। প্রথমে জানানো হয়েছিল, শৌচাগারে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে তাঁকে। পরে জানা যায়, তখনই তাঁর মৃত্যু হয়েছিল। ভাইয়ের দাবি, বোনের জীবনে এমন কোনও সমস্যা চলছিল না, যা থেকে আত্মহত্যার কারণ দাঁড়াতে পারে।
পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।
প্রসঙ্গত, ঠিক এক বছর আগে কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনার বর্ষপূর্তির দিনেই ফের হাসপাতালে কর্তব্যরত এক তরুণীর রহস্যমৃত্যু, যা নতুন করে আতঙ্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে।