কুলগামে নবম দিনে ‘অপারেশন আখল’,জঙ্গিদের গুলিতে শহিদ দুই জওয়ান

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগামে টানা নবম দিনে পা দিল ‘অপারেশন আখল’। শনিবার ভোররাতে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে শহিদ হলেন দুই ভারতীয় সেনা জওয়ান-ল্যান্সনায়েক পৃতপাল…

2 soldiers killed in gunfight

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগামে টানা নবম দিনে পা দিল ‘অপারেশন আখল’। শনিবার ভোররাতে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে শহিদ হলেন দুই ভারতীয় সেনা জওয়ান-ল্যান্সনায়েক পৃতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। আহত হয়েছেন আরও দুই জওয়ান (2 soldiers killed in gunfight ), ফলে অভিযানে মোট আহত সেনার সংখ্যা দাঁড়াল ১০-এ।

চিনার কোর টুইট করে জানায়, “জাতির জন্য কর্তব্যরত অবস্থায় ল্যান্সনায়েক পৃতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং-এর সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট। তাঁদের সাহস ও নিষ্ঠা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। ভারতীয় সেনা গভীর শোকপ্রকাশ করছে এবং পরিবারগুলির পাশে রয়েছে।”

   

১ অগাস্ট শুরু হওয়া এই অভিযান উপত্যকার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযান। দক্ষিণ কাশ্মীরের আখল গ্রাম সংলগ্ন ঘন জঙ্গলে লস্কর-ই-তইবার জঙ্গি উপস্থিতির খবর পেয়ে শুরু হয় ‘অপারেশন আখল’। এতদিনে সেনা গুলিতে অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছে। সেনা সূত্রে খবর, এখনও অন্তত তিন জঙ্গি প্রাকৃতিক গুহা সদৃশ আস্তানায় লুকিয়ে রয়েছে।

দুর্গম ভূপ্রকৃতিতে প্রযুক্তি-সহায়তায় অভিযান
ঘন বন, পাথুরে গুহা আর জটিল ভূপ্রকৃতি অভিযানের গতি মন্থর করছে। ড্রোন, হেলিকপ্টার ও প্যারা কমান্ডো নামিয়ে জঙ্গিদের খোঁজে চষে বেড়াচ্ছে বাহিনী। দিনরাত চলছে গুলি ও বিস্ফোরণের শব্দ। সেনা সূত্রে দাবি, এই জঙ্গিরা অত্যাধুনিক নাইট ভিশন ডিভাইস ও দীর্ঘপাল্লার রাইফেলসজ্জিত, ফলে সংঘর্ষ আরও কঠিন হয়ে উঠছে।

Advertisements

গ্রামে আতঙ্ক, বাসিন্দাদের সরে যাওয়া
আখল গ্রামের বহু মানুষ ইতিমধ্যেই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। মহিলারা ও শিশুরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসন নোডাল অফিসার নিয়োগ করেছে যাতে প্রয়োজন হলে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছানো যায়।

পাহালগাম হামলার পর সেনার ধারাবাহিক অভিযান
২২ এপ্রিল পাহালগামে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিদের হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হওয়ার পর থেকেই লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। হামলার মূল লস্কর জঙ্গিদের খতম করা হয় ‘অপারেশন মহাদেব’-এ, আর পরদিন ‘অপারেশন শিবশক্তি’-তে আরও দুই জঙ্গিকে হত্যা করা হয়। এপ্রিলের ওই হামলার পর থেকে সেনা মোট ২০ জন উচ্চপর্যায়ের জঙ্গিকে নির্মূল করেছে।