চোটে জর্জরিত বাগান ব্রিগেড! উইংয়ে ভরসা যোগাতে পারেন এই তারকা

রাত পোহালেই কিশোর ভারতী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁদের বিপক্ষে রয়েছে আইলিগের নতুন দল তথা বাংলার…

Sahal Abdul Samad

রাত পোহালেই কিশোর ভারতী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁদের বিপক্ষে রয়েছে আইলিগের নতুন দল তথা বাংলার ফুটবলের নতুন শক্তি ডায়মন্ড হারবার এফসি। কলকাতা ময়দানের এই প্রধানের মতোই প্রথম দুইটি ম্যাচে বিরাট বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করেছিল কিবু ভিকুনার এই ফুটবল ক্লাব। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি ক্লেটন দা সিলভেরা ও লুকা মাজসেনদের মত খেলোয়ারদের দাপটে কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল প্রতিপক্ষ দলগুলির। সেকথা ভালোভাবেই জানেন হোসে মোলিনা।

তাই সবদিক বিচার বিবেচনা করেই নিজের একাদশ সাজাবেন সবুজ-মেরুনের হেডস্যার। কিন্তু চোট আঘাতের সমস্যার বর্তমানে অনেকটাই কাবু মেরিনার্সরা। তার ওপর রয়েছে কার্ড সমস্যা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দলের অনুশীলন চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন তরুণ উইঙ্গার ‌কিয়ান নাসিরি। যারফলে ডায়মন্ড হারবার ম্যাচে তাঁকে একেবারেই মাঠে পাবেনা মোহনবাগান। এছাড়াও চোট সমস্যা রয়ে গিয়েছে জাতীয় দলের তারকা ফুটবলার বাগানের আক্রমণ ভাগের অন্যতম বড় অস্ত্র মনবীর সিং এবং সালাউদ্দিন আদনান। যারফলে আপফ্রন্ট সাজাতে গিয়ে কিছুটা হল কপালে ভাঁজ পড়েছে মোলিনার।

   

এছাড়াও কার্ড সমস্যার জন্য দলের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে ও নামাতে পারবে না মোহনবাগান। রক্ষণে কিছু অপশন থাকলেও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে উইঙ্গার হিসেবে তার ওপর ভরসা রাখবেন বাগান কোচ। মনে করা হচ্ছে লিস্টন কোলাসোর পাশাপাশি এবার হয়তো প্রথম থেকেই খেলানো হতে পারে জাতীয় দলের আরেক তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad)। এছাড়াও প্রয়োজনে সুপার সাবে মাঠে নামাতে পারেন দলের তরুণ প্রতিভা পাসাং দর্জি তামাংকে।

Advertisements

এক্ষেত্রে পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগান কোচ। এছাড়াও আক্রমণভাগে গোল তুলে নেওয়ার জন্য দিমিত্রি পেত্রাতোস কিংবা জেসন কামিন্সকে নামানোর কথা ভাবতে পারেন মোলিনা।