তৃণমূল জমানায় তৃণমূলকে শূন্য করে একচ্ছত্র ক্ষমতায় সিপিআইএম (CPIM)! কোন্নগরে আলোড়ন। শাসক দলকে গোহারা হারানোর পর উচ্ছাস বাম শিবিরে। সিপিআইএম হুগলি জেলা কমিটি জানিয়েছে, কোন্নগরের কানাইপুর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আগামী ৫ বছরের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন বামপন্থীরা। ৫৩ – ০ ফলাফলে জয়ী বামেদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ, কোন্নগর আঞ্চলিক কমিটির প্রার্থীরা।
বাম শিবিরের অভিযোগ, ফলাফল আগেই ঘোষিত ছিল তবে সংস্থার পরিচালন বোর্ড গঠন করতে দিচ্ছিল না শাসকদল তৃণমূল। বিষয়টি নিয়ে তৃণমূল নীরব।
জেলা সিপিআইএম সূত্রে খবর, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিগত বোর্ডের মেয়াদ উত্তীর্ন হয়। এর পর থেকে এই সোসাইটিতে কোনও পরিচালন বোর্ড ছিল না। রাজ্য সরকার মনোনীত স্পেশাল অফিসার দিয়ে অগতান্ত্রিক ভাবে সোসাইটি পরিচালনা করছিল। এলাকাবাসী, পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চেপ আন্দোলনের চাপে অবশেষে রাজ্য সরকার জুলাই মাসে নির্বাচন ঘোষনা করতে বাধ্য হয়। ৮ জুলাই নির্বাচনে শাসকদল ভোটে নামেনি। একতরফা সব আসনে জয়ী বাম শিবির।
জয়ের পর সিপিআইএম কোন্নগর এরিয়া কমিটির তরফে অভিনন্দন জানানো হয়। এলাকাবাসীদের সিংহভাগ দাবি করেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে বারবার তৃণমূল পরাজিত হবে।